Abhishek Banerjee

অভিষেক-পুত্রের জন্মদিন নিয়ে শুভেন্দুর ‘ভুয়ো’ টুইট, জোড়া অভিযোগ কমিশন এবং পুলিশে

গত কয়েক দিন ধরেই শুভেন্দুর রবিবারের ওই টুইট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অভিষেকের তিন বছরের ছেলের জন্মদিনের উল্লেখ করে রবিবার ওই টুইট করেছিলেন বিরোধী দলনেতা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২২:০৫
অভিষেকের পুত্রকে নিয়ে টুইটের জন্যই শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিষেকের পুত্রকে নিয়ে টুইটের জন্যই শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে ভুয়ো টুইট করার জন্য পকসো আইনে এফআইআর করা হল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। একই সঙ্গে শিশু সুরক্ষা কমিশনেও তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দু’ক্ষেত্রেই শুভেন্দুর বিরুদ্ধে শিশুর অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘অভিষেকের ৩ বছরের ছেলের জন্মদিন প্রসঙ্গে যে বিভ্রান্তিমূলক তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন শুভেন্দু, তা অত্যন্ত নিন্দনীয়।’’

গত কয়েক দিন ধরেই শুভেন্দুর রবিবারের ওই টুইট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অভিষেকের তিন বছরের ছেলে আয়াংশের জন্মদিনের কথা উল্লেখ করে রবিবার বিকেলেই ওই টুইট করেছিলেন বিরোধী দলনেতা। যে তথ্য ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। টুইটে শুভেন্দু লিখেছিলেন, ‘‘কলকাতার একটি হোটেলে মহা ধুমধাম করে অভিষেকের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। সেখানে ৫০০ পুলিশ, এমনকি বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়োগ করা হয়েছে। বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। আর এই গোটাটাই হচ্ছে মমতা নিয়ন্ত্রিত পুলিশের তত্ত্বাবধানে।’’ তৃণমূল এই টুইটকেই ‘মিথ্যাচার’ বলে উল্লেখ করেছে।

Advertisement

শুভেন্দুর ওই টুইটে তাঁর ‘মানসিক সুস্থতা’ নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষণা করেন, ‘‘বিরোধী দলনেতা ‘অভিষেক ফোবিয়া’-য় ভুগছেন। তাঁর মানসিক সুস্থতা কামনা করে এখন থেকে বাড়িতে গোলাপ পাঠাবেন দলের ছাত্র ও যুব কর্মীরা। সঙ্গে ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি পাঠানো হবে।’’ এর পর থেকেই শুভেন্দুর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের সামনে প্রতি দিন ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’ লেখা কার্ড নিয়ে পৌঁছে যেতে শুরু করেন তৃণমূল সমর্থকেরা। যা নিয়ে মামলাও হয় হাই কোর্টে। বুধবারই সেই জমায়েত করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। তৃণমূল সুস্থতা কামনা করে জমায়েতের যুক্তি দিলে বিচারপতি রাজশেখর মান্থানা জানিয়েছেন, ‘‘অতি ভালবাসায় আবার ডায়াবেটিস (মধুমেহ রোগ)ও হতে পারে।’’

মঙ্গলবার বিকেলে ওই রায় ঘোষণার পরেই সন্ধ্যায় দু’টি অভিযোগ দায়ের হয় শুভেন্দুর বিরুদ্ধে। তবে ওই অভিযোগ তৃণমূলের তরফে দায়ের করা হয়নি। কুণাল জানিয়েছেন, শিশু সুরক্ষা কমিশনে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন শিল্পী রায় নামে এক মহিলা। তাঁর কথায়, ‘‘উনি এক জন মা।’’ শুভেন্দুর টুইট প্রসঙ্গে শিল্পীর বক্তব্য, ‘‘রাজনীতির সঙ্গে যে ভাবে শিশুকে জড়িয়ে দেওয়া হয়েছে, তা মেনে নেওয়া যায় না। তাই অভিযোগ জানিয়েছি।’’

অন্য দিকে, শুভেন্দুর ওই টুইট নিয়ে বেলেঘাটা থানায় এফআইআর দায়ের করা হয়েছে পকসো-সহ আরও বেশ কয়েকটি ধারায়। ওই এফআইআর দায়ের করেছেন তীর্থ ঘোষ নামে এক ব্যক্তি। নিজেকে সাধারণ মানুষ বলে উল্লেখ করে অভিযোগকারী এফআইআরে লিখেছেন, ‘‘যে ভাবে শুভেন্দুর মতো এক রাজনৈতিক নেতা তিন বছরের এক শিশুকে রাজনীতিতে টেনে এনেছেন, তা অভাবনীয়। ওই শিশু তাকে নিয়ে বলা কথার প্রতিবাদ করতে পারবে না। কিন্তু শুভেন্দুর মতো অভিজ্ঞতা সম্পন্ন এক জন নেতার বোঝা উচিত ছিল ওই একটি সমাজ মাধ্যমের পোস্ট সারা জীবন তাড়া করে নিয়ে যেতে পারে ওই তিন বছরের শিশুকে। সামাজিক অপবাদ এবং হেনস্থার শিকারও হতে পারে সে।’’

পকসো ছাড়াও আরও বেশ কয়েকটি ধারায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তীর্থ। ওই টুইটে অভিষেককে ‘কয়লা ভাইপো’ এবং তাঁর ছেলের জন্মদিনের পার্টির অনুষ্ঠান ‘মমতা পুলিশে’র আয়োজন বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপনকে উত্তর কোরিয়ার একছত্র নেতা কিম জং উনের সঙ্গেও তুলনা করেছিলে। অভিযোগকারী এই মর্মেও অভিযোগ দায়ের করেছেন শুভেন্দুর বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী, তাঁর পরিবার ও তাঁর নিয়ন্ত্রণে থাকা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিন্দনীয় আক্রমণ করেছেন শুভেন্দু। যা কোনও মতেই গ্রহণযোগ্য নয়।

Advertisement
আরও পড়ুন