Job Transfer

স্কুলে খালি নেই একটিও পদ, সেখানেই শূন্য পদ দেখিয়ে শিক্ষিকার বদলি করালেন পরিদর্শক!

শিক্ষা দফতর ও অফিসারদের এমন কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। বুধবার তিনি নির্দেশ দিয়েছেন, যে-স্কুল থেকে বদলি হয়েছিলেন, আপাতত সেখানেই যোগ দেবেন সুরঙ্গমা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ০৭:৩৯
শিক্ষা দফতর ও অফিসারদের গাফিলতির শিকার শিক্ষিকা।

শিক্ষা দফতর ও অফিসারদের গাফিলতির শিকার শিক্ষিকা। প্রতীকী ছবি।

বাংলার অসংখ্য স্কুলে পদ খালি এবং সেই সব ক্ষেত্রে শিক্ষক নিয়োগ বা বদলির উদ্যোগ নেই বলে নিত্য অভিযোগ ওঠে। অথচ যেখানে পদ খালি নেই, সেই স্কুলেই শূন্য পদ দেখিয়ে এক শিক্ষিকাকে বদলি করেছেন উত্তর ২৪ পরগনার ডিআই বা জেলা স্কুল পরিদর্শক! বিপাকে পড়ে সুরঙ্গমা সিংহ রায় নামে ওই শিক্ষিকা কলকাতা হাই কোর্টে মামলা করেন।

শিক্ষা দফতর ও অফিসারদের এমন কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। বুধবার তিনি নির্দেশ দিয়েছেন, যে-স্কুল থেকে বদলি হয়েছিলেন, আপাতত সেখানেই যোগ দেবেন সুরঙ্গমা। ছ’মাসের মধ্যে উত্তর ২৪ পরগনার অন্য কোনও স্কুলে তাঁকে বদলি করবেন ডিআই। বিচারপতির মন্তব্য, শিক্ষা দফতর ও অফিসারদের গাফিলতির দায় ওই শিক্ষিকার নয়।

Advertisement

সুরঙ্গমার কৌঁসুলি এক্রামুল বারি জানান, কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষিকা সুরঙ্গমা ঠাকুরনগরের একটি স্কুল থেকে মধ্যমগ্রামের এপিসি গার্লস স্কুলে বদলি হন। প্রধান শিক্ষিকা জানান, তাঁর স্কুলে ওই বিষয়ের পদ শূন্য নেই। হাই কোর্টের নির্দেশে সুরঙ্গমার সমস্যা মিটলেও শূন্য পদ না-থাকা সত্ত্বেও ডিআই কী ভাবে তাঁকে বদলি করেছিলেন, কেনই বা করেছিলেন, উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Advertisement