Dilip Ghosh

Dilip Ghosh: মমতার বিকল্প দিতে না পারাটা বিজেপির অক্ষমতা, হার-ব্যাখ্যায় অকপট দিলীপ ঘোষ

তৃতীয় বার ক্ষমতায় এলেও মমতাকে অবশ্য সফল মুখ্যমন্ত্রী মানতে নারাজ দিলীপ। তাঁর দলও যে ব্যর্থ, তা-ও মানছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৫:৫২
মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ।

বিধানসভা নির্বাচনে খারাপ ফল করার পিছনে বড় কারণ তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরায় ব্যর্থ হয়েছিল বিজেপি। দলের হার সম্পর্কে এই ভাষাতেই অকপট বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শনিবার আনন্দবাজার অনলাইনের ইউটিউব ও ফেসবুক লাইভ ‘অ-জানাকথা’ অনুষ্ঠানে দিলীপ বলেন, ‘‘রাজ্যে আমাদের ব্যর্থতা যে আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দিতে পারিনি। যেটা অন্য রাজ্যে পেরেছি। এখানে অক্ষমতা রয়েছে।’’

Advertisement

গত বিধানসভা নির্বাচনে দু’শোর বেশি আসন নিয়ে নবান্ন দখলের স্বপ্ন দেখলেও বিজেপি ৭৭-এই আটকে যায়। অন্য দিকে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। সেই ফলের কারণ হিসেবে মমতার কৃতিত্ব না মানতে চাইলেও দলের ব্যর্থতা নিয়ে অকপট দিলীপ বলেন, ‘‘রাজ্যের মানুষ একটা দলকে বড় শক্তি দিতে চেয়েছে, যাতে সরকার ভাল ভাবে কাজ করতে পারে। যে কারণে কেন্দ্রে মোদীজিকে ক্ষমতায় এনেছিল।’’ দিলীপের আরও মন্তব্য, ‘‘বাংলার মানুষের কাছে কোনও বিকল্প নেই। ছাই ফেলতে ভাঙা কুলো তৃণমূল।’’

তৃতীয় বার ক্ষমতায় এলেও মমতাকে অবশ্য সফল মুখ্যমন্ত্রী মানতে নারাজ দিলীপ। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুশাসক হতেন, তবে তাঁকে পুলিশ প্রশাসন লাগিয়ে ভোট লুট করতে হত না। বিরোধীদের অত্যাচার করে ঘরছাড়া করতে হত না।’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘রাজ্যে চলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ওঁর অযোগ্যতার প্রমাণ। উনি গণতন্ত্র রক্ষা করতে পারেননি।’’ দিলীপের আরও দাবি, ‘‘মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যোগ্য নন বলেই নন্দীগ্রামের মানুষ তাঁকে হারিয়েছেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন