Susanta-Bikash

সুশান্তকে ছেঁটে ‘শাস্তি’, বিকাশকে বার্তা সিপিএমে

কংগ্রেসের মধ্যে আরএসএসের লোকজন আছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন বিকাশ। পাল্টা সরব হয়েছিলেন কংগ্রেস নেতারা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৫:৫২
(বাঁ দিকে) সুশান্ত ঘোষ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য (ডান দিকে)।

(বাঁ দিকে) সুশান্ত ঘোষ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

কংগ্রেসকে আক্রমণ করে অহেতুক বাগ্‌যুদ্ধে না-জড়াতে সাংসদ বিকাশ ভট্টাচার্যকে বার্তা দিল সিপিএম। কংগ্রেসের মধ্যে আরএসএসের লোকজন আছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন বিকাশ। পাল্টা সরব হয়েছিলেন কংগ্রেস নেতারা। কিন্তু সংবাদমাধ্যমের একাংশে চলতে থাকা এই বাগ্‌যুদ্ধে তাঁরা যে উৎসাহী নন, তা বুঝিয়ে দিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের খবর, দলের সেই অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে বিকাশকে। রাজ্য সম্পাদকের পরামর্শে দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য এই নিয়ে আইনজীবী-সাংসদের সঙ্গে কথা বলেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়, এমন তরজা চালিয়ে যেতে তাঁদেরও আগ্রহ নেই।

Advertisement

দলের মধ্যে নানা প্রশ্ন থাকলেও বিতর্কিত নেতা সুশান্ত ঘোষকে নিয়েও অবস্থান স্পষ্ট করে ফেলেছে সিপিএম। পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে প্রাক্তন মন্ত্রী সুশান্তকে বাদ দেওয়া হয়েছে নতুন জেলা কমিটি থেকে। সিপিএম সূত্রের খবর, তার পরে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীতে জেলা সম্মেলন প্রসঙ্গে সুশান্ত-পর্বও আলোচনায় এসেছে। আসন্ন রাজ্য সম্মেলনে দলের রাজ্য কমিটি থেকেও সুশান্তের বাদ যাওয়া এখন সময়ের অপেক্ষা। সিপিএম সূত্রের ব্যাখ্যা, এক মহিলার আনা অভিযোগের প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরে কমিটি থেকে সরিয়ে দিয়েই প্রাক্তন জেলা সম্পাদক সুশান্তকে ‘শাস্তি’র প্রক্রিয়া সেরে ফেলা হচ্ছে। রাজ্য সম্মেলনের আগে দলের রাজ্য কমিটির বৈঠক রয়েছে আগামী ৫-৬ ফেব্রুয়ারি। রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘বিদায়ী কমিটির সদস্য হিসেবে সেই বৈঠকে সুশান্ত অবশ্য থাকতে পারেন।’’

কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগে সিপিএমের মালদহ জেলা সম্মেলন রয়েছে। আর রাজ্য কমিটির বৈঠক এবং রাজ্য সম্মেলনের মাঝে হওয়ার কথা উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন। বাকি সব জেলা সম্মেলন মিটে যাবে জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির গোড়ায়।

Advertisement
আরও পড়ুন