নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।
নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করার জন্য বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু চার্জ গঠনের আগে বেশ কয়েক জন অভিযুক্তের আইনজীবী মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পাচ্ছেন না বলে অভিযোগ। তা নিয়ে মঙ্গলবার বিচার ভবনে বিচারকের কাছে ধমকও খেতে হয় ইডিকে। তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারক বলেন, “আপনাদের জন্যই দেরি হচ্ছে।”
এই মামলায় মোট ৫৪ জন অভিযুক্ত রয়েছেন। ইডির দেওয়া নথি ছাড়াও, কিছু গুরুত্বপূর্ণ নথি বেশ কয়েকজন অভিযুক্তের আইনজীবী এখনও পাননি বলে জানান আদালতে। সেই কারণেই বিচারকের ধমক শুনতে হয় তদন্তকারী সংস্থাকে।
সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে পার্থের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে। তার আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সেরে নিতে বলেছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়া হয়ে গেলে ১ ফেব্রুয়ারির আগেও জামিন পেতে পারেন পার্থ। এই অবস্থায় মঙ্গলবার নিম্ন আদালতে শুনানির সময় জানা যায়, বেশ কয়েক জন অভিযুক্তের আইনজীবী নথি পাচ্ছেন না বলে অভিযোগ।
ইডির বক্তব্য, তারা এক জনের নথি অন্য জনকে দিতে চাইছে না। তাতে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। ইডিকে ধমক দিয়ে বলেন, তাঁকে যেন ‘ইমপ্রেস’ করার চেষ্টা না করা হয়। ইডির জন্যই এই প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে মন্তব্য করেন বিচারক। মঙ্গলবারের মধ্যেই ওই অভিযুক্তদের নথিপত্র দিয়ে দেওয়ার জন্য বলেন বিচারক। কিন্তু ইডির তরফে আরও সময় চাওয়া হয়। ইডির আইনজীবীর বক্তব্য, মঙ্গলবারের মধ্যে কী ভাবে সম্ভব! সব নথি এক জায়গায় করতেই ৮-১০ ঘণ্টা সময় লেগে যায়।
ইডির তরফে সময় চাওয়া হলে বিচারক তাঁদের প্রস্তাব দেন, এখন থেকে কাজ শুরু করে দেওয়ার জন্য। রাতে কাজ শেষ করে, বুধবার সকাল ১০টার মধ্যে নথি দিয়ে দিতে বলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সব আইনজীবীর নম্বর আছে কি না, তা-ও জানতে চান বিচারক। ঠিকানাও নিয়ে রাখার পরামর্শ দেন। বিচারক বলেন, “বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নথি দিয়ে আসবেন।” ইডির বক্তব্য, নথি দেওয়ার প্রক্রিয়া শেষ করতে করতে আগামিকাল বিকেল ৪টে-৫টা বেজে যাবে। তবে এতটা দীর্ঘ সময় দিতে রাজি নন বিচারক। তাঁর নির্দেশ, দুপুর আড়াইটের মধ্যে নথি দিয়ে দিতে হবে।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে। তবে এখনও চার্জ গঠন হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে। জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। এই অবস্থায় মঙ্গলবার বিচার ভবনে শুনানির সময় বিচারক জানিয়েছেন, ছুটির মধ্যেই এই মামলার শুনানি চলবে। বড়দিন এবং রবিবার ছাড়া অন্য দিন শুনানি হবে।