Higher Secondary Exams

পরীক্ষার বাইরেই ১০ শতাংশ পড়ুয়া

মোট পরীক্ষার্থীর সংখ্যা কম কেন, তার ব্যাখ্যা মিললেও প্রতি বছর ১০ শতাংশ পড়ুয়া কেন ফর্ম পূরণ করছে না, তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষকদের একাংশ। এই ১০ শতাংশকে ‘স্কুলছুট’ বলেই মনে করছেন তাঁরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৫:৩১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অন্য বছরের তুলনায় চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লক্ষ কম। তবে এ বছরও প্রায় ১০ শতাংশ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ করেনি বলেও মঙ্গলবার জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিচিরঞ্জীব ভট্টাচার্য। এই ফর্ম পূরণ না-করা পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলছুট কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও সংসদ সভাপতির বক্তব্য, ‘‘প্রতি বছরই ১০ শতাংশের মতো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ফর্ম পূরণ করে না। এই বারও তাই হয়েছে। এই সংখ্যাটা স্কুলছুট (ড্রপ আউট) হলেওহতে পারে।’’

Advertisement

সভাপতি বলেন, ‘‘২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও অন্য বছরের থেকে প্রায় ৩ লক্ষ কম ছিল। তারাই এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাই এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও অন্য বছরের থেকে তিন লক্ষ কম।’’ প্রতি বছর প্রায় ৮ লক্ষপরীক্ষার্থী থাকে উচ্চ মাধ্যমিকে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায়পাঁচ লক্ষ।

মোট পরীক্ষার্থীর সংখ্যা কম কেন, তার ব্যাখ্যা মিললেও প্রতি বছর ১০ শতাংশ পড়ুয়া কেন ফর্ম পূরণ করছে না, তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষকদের একাংশ। এই ১০ শতাংশকে ‘স্কুলছুট’ বলেই মনে করছেন তাঁরা। তাঁদের মতে, স্কুলছুট ঠেকাতে নানা উদ্যোগ আছে সরকারের। ‘পড়াশোনার’ জন্য ট্যাব দেওয়া হচ্ছে। তার পরেও স্কুলছুট কমছে না কেন, সেই প্রশ্নও তুলছেন। একইসঙ্গে প্রশ্ন, এ বার ফর্ম পূরণ না করতে পারা ১০ শতাংশ যদি পরের বছর উচ্চ মাধ্যমিক দিতে চায় তা হলে কী ভাবে পরীক্ষা দেবে? কারণ, ২০২৬ সাল থেকে সিমেস্টার ভিত্তিক মূল্যায়ন হবে। তা হলে কি এ বার ফর্ম পূরণ না-করা পড়ুয়ারা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীবভট্টাচার্য বলেন, ‘‘বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নিয়ে দ্রুত জানাব।’’

Advertisement
আরও পড়ুন