‘সংহতি মিছিল’-এ মমতা। ছবি: মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ থেকে।
সোমবার অযোধ্যার মন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের কিছু ক্ষণ পরেই দুপুরে কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা। আরতি করে পৌঁছন হাজরা মোড়। সেখান থেকে শুরু হয় যাত্রা। পিছনে ছিলেন অভিষেক-সহ তৃণমূলের শীর্ষনেতারা। তবে মমতার পাশে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হাজরা ল’ কলেজের কাছ থেকে স্কুটিতে চেপে গড়চার গুরুদ্বারে যান মমতা। সেখানে চাদর চড়িয়ে তিনি ফের যোগ দেন মিছিলে। এর পর মিছিল করে পৌঁছন পার্ক সার্কাসের গির্জায়। সেখানে প্রার্থনা করে মমতা যান কাছের মসজিদে। সেখানে চাদর চড়িয়ে মমতা পৌঁছন সভাস্থলে। সেখানে মঞ্চে তাঁর পাশে রয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধি, অভিষেক-সহ তৃণমূল নেতারা।
পার্ক সার্কাসের মঞ্চে রয়েছেন অভিষেকও। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মঞ্চে মমতার পাশে অভিষেক। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে।
মসজিদের চাদর চড়িয়ে পার্ক সার্কাসে সভাস্থলে পৌঁছলেন মমতা। সেখানে মঞ্চে দাঁড়িয়ে বার্তা দেবেন তিনি। মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।
পার্ক সার্কাসের গির্জা থেকে বেরিয়ে কাছের এক মসজিদে গেলেন মমতা। চড়ালেন চাদর। তার পরেই রওনা হলেন সভাস্থলের উদ্দেশে।
পার্ক সার্কাসের মসজিদে মমতা। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে।
বালিগঞ্জ ফাঁড়ি থেকে পদযাত্রা করে পার্ক সার্কাস পৌঁছলেন মমতা। সেখানে এক গির্জায় প্রবেশ করে প্রার্থনা করলেন মমতা।
গির্জায় মমতা। ছবি: মমতার ফেসবুক পেজ থেকে।
পার্ক সার্কাসের পথে হাঁটছেন মমতা। পথে দু’টি শিশু এসে তাঁর হাতে ফুল তুলে দেন। সেই ফুল গ্রহণ করলেন মমতা।
বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাসের পথে হাঁটছেন মমতা। পাশে নেই কোনও রাজনীতিক। হাঁটছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।
‘সংহতি মিছিল’-এ মমতা। ছবি: মমতার ফেসবুক পেজ থেকে।
গড়চা থেকে বালিগঞ্জ ফাঁড়ির অভিমুখে ‘সংহতি মিছিল’। বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে হাঁটছেন মুখ্যমন্ত্রী।
গড়চার গুরুদ্বারে চাদর চড়ানোর পর স্কুটিতে চেপে মিছিলের কাছে ফিরে এলেন মমতা। হাজরা ল’ কলেজের কাছে অপেক্ষা করছিল মিছিল।
স্কুটিতে মমতা। ছবি: মমতার ফেসবুক পেজ থেকে।
হাজরা ল’ কলেজের অদূরে স্কুটারে চাপলেন মমতা। গন্তব্য ছিল নিকটস্থ গড়চার গুরুদ্বার। সেখানে চাদর চড়ালেন তিনি। কুশল বিনিময় করলেন শিখ ধর্মগুরুদের সঙ্গে। অপেক্ষা করছিল মিছিল।
মুখ্যমন্ত্রীর পিছনের সারিতে হাঁটছেন অভিষেক। পাশে রয়েছেন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী জাভেদ খান।
‘সংহতি মিছিল’-এ যোগ দিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসি, ইহুদি ধর্মগুরুরা মুখ্যমন্ত্রী পাশে হাঁটতে শুরু করলেন। সোমবারের মিছিলে তাঁদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
হাজরা মোড় থেকে শুরু হতে চলেছে মিছিল। সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন, শান্তনু সেন প্রমুখ।
হাজরা মোড় থেকে শুরু হওয়ার কথা ‘সংহতি মিছিল’। সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূলের শীর্ষনেতারা।
সোমবার দুপুরে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিষ্টি, লাল শাড়ি দিয়ে মায়ের আরাধনা করলেন তিনি। করলেন আরতি।
কালীঘাট মন্দিরে মমতা। —নিজস্ব চিত্র।
পার্ক সার্কাস ময়দানের কাছাকাছি একটি গির্জাও রয়েছে। মিছিল থেকে সেখানেও যাওয়ার কথা মমতার। গির্জায় সংক্ষিপ্ত প্রার্থনা করে তাঁর পার্ক সার্কাস ময়দানে যাওয়ার কথা।
মিছিল কালীঘাট থেকে শুরু হয়ে শেষ হওয়ার কথা পার্ক সার্কাস ময়দানে। পুজো দিয়ে মিছিল শুরুর পরে মুখ্যমন্ত্রীর আরও কিছু পরিকল্পনা রয়েছে। মমতার ঘনিষ্ঠ সূত্রে সেই পরিকল্পনার কথা আগেই জানিয়েছে আনন্দবাজার অনলাইন। হাজরা রোড ধরে মিছিল নিয়ে যাওয়ার পথে হাজরা ল’ কলেজের সামনে থামবে মিছিল। অদূরেই রয়েছে একটি মসজিদ। মিছিলের সম্মুখ ভাগ থেকে স্কুটারে চড়ে সেই মসজিদে গিয়ে চাদর চড়াবেন তৃণমূলের সর্বময় নেত্রী। সেখান থেকে আবার ফিরে আসবেন মিছিলের পুরোভাগে। তার পর মিছিল যাবে পার্ক সার্কাস ময়দানের উদ্দেশে।
সোমবার দুপুরে হল অযোধ্যার মন্দিরে রামলালার বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের বিশিষ্ট জনেরা। সেই উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে বহু রাজ্যের সরকার। উদযাপন শুরু হয়েছে সারা দেশে। এই আবহে সোমবার ‘সংহতি মিছিল’-এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ৩টের সময় কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে শুরু সেই মিছিল।