TMC Sanghati Rally

কালীঘাট মন্দির, গড়চার গুরুদ্বার হয়ে পার্ক সার্কাসে মসজিদ ও গির্জা, সংহতি মিছিলে মমতা, অভিষেকও

হাজরা মোড় থেকে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে ‘সংহতি মিছিল’ শুরু করেন মমতা। গড়চার গুরুদ্বারে চাদর চড়িয়ে যান পার্ক সার্কাসের গির্জায়। সেখানে প্রার্থনার পর পৌঁছন মসজিদে। শেষে সভাস্থলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৭:২১
‘সংহতি মিছিল’-এ মমতা।

‘সংহতি মিছিল’-এ মমতা। ছবি: মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ থেকে।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৭:১৯ key status

মন্দির থেকে গুরুদ্বার, গির্জা, মসজিদ হয়ে সভাস্থলে মমতা

সোমবার অযোধ্যার মন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের কিছু ক্ষণ পরেই দুপুরে কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা। আরতি করে পৌঁছন হাজরা মোড়। সেখান থেকে শুরু হয় যাত্রা। পিছনে ছিলেন অভিষেক-সহ তৃণমূলের শীর্ষনেতারা। তবে মমতার পাশে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হাজরা ল’ কলেজের কাছ থেকে স্কুটিতে চেপে গড়চার গুরুদ্বারে যান মমতা। সেখানে চাদর চড়িয়ে তিনি ফের যোগ দেন মিছিলে। এর পর মিছিল করে পৌঁছন পার্ক সার্কাসের গির্জায়। সেখানে প্রার্থনা করে মমতা যান কাছের মসজিদে। সেখানে চাদর চড়িয়ে মমতা পৌঁছন সভাস্থলে। সেখানে মঞ্চে তাঁর পাশে রয়েছেন  বিভিন্ন ধর্মের প্রতিনিধি, অভিষেক-সহ তৃণমূল নেতারা। 

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৭:০২ key status

মঞ্চে মমতার পাশে অভিষেক

পার্ক সার্কাসের মঞ্চে রয়েছেন অভিষেকও। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

image of mamata, abhishek.

মঞ্চে মমতার পাশে অভিষেক। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে।

Advertisement
timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৬:৫৯ key status

সভাস্থলে মমতা

মসজিদের চাদর চড়িয়ে পার্ক সার্কাসে সভাস্থলে পৌঁছলেন মমতা। সেখানে মঞ্চে দাঁড়িয়ে বার্তা দেবেন তিনি। মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। 

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৬:৪২ key status

মসজিদে মমতা

পার্ক সার্কাসের গির্জা থেকে বেরিয়ে কাছের এক মসজিদে গেলেন মমতা। চড়ালেন চাদর। তার পরেই রওনা হলেন সভাস্থলের উদ্দেশে।

image of mamata

পার্ক সার্কাসের মসজিদে মমতা। ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে।

Advertisement
timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৬:২৪ key status

পার্ক সার্কাসের গির্জায় মমতা

বালিগঞ্জ ফাঁড়ি  থেকে পদযাত্রা করে পার্ক সার্কাস পৌঁছলেন মমতা। সেখানে এক গির্জায় প্রবেশ করে প্রার্থনা করলেন মমতা।

image of mamata

গির্জায় মমতা। ছবি: মমতার ফেসবুক পেজ থেকে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৬:১৯ key status

ফুল নিলেন মমতা

পার্ক সার্কাসের পথে হাঁটছেন মমতা। পথে দু’টি শিশু এসে তাঁর হাতে ফুল তুলে দেন। সেই ফুল গ্রহণ করলেন মমতা। 

Advertisement
timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৬:০৫ key status

পার্ক সার্কাসের পথে মমতা

বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাসের পথে হাঁটছেন মমতা। পাশে নেই কোনও রাজনীতিক। হাঁটছেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। 

image of mamata

‘সংহতি মিছিল’-এ মমতা। ছবি: মমতার ফেসবুক পেজ থেকে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৫:৫০ key status

গড়চা থেকে বালিগঞ্জ ফাঁড়ির অভিমুখে

গড়চা থেকে বালিগঞ্জ ফাঁড়ির অভিমুখে ‘সংহতি মিছিল’। বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে হাঁটছেন মুখ্যমন্ত্রী। 

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৫:৪২ key status

স্কুটিতে চেপে মিছিলের কাছে মমতা

গড়চার গুরুদ্বারে চাদর চড়ানোর পর স্কুটিতে চেপে মিছিলের কাছে ফিরে এলেন মমতা। হাজরা ল’ কলেজের কাছে অপেক্ষা করছিল মিছিল।

image of mamata

স্কুটিতে মমতা। ছবি: মমতার ফেসবুক পেজ থেকে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৫:৩৬ key status

স্কুটারে চাপলেন মমতা

হাজরা ল’ কলেজের অদূরে স্কুটারে চাপলেন মমতা। গন্তব্য ছিল নিকটস্থ গড়চার গুরুদ্বার। সেখানে চাদর চড়ালেন তিনি। কুশল বিনিময় করলেন শিখ ধর্মগুরুদের সঙ্গে। অপেক্ষা করছিল মিছিল।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৫:১৯ key status

মিছিলে অভিষেক

মুখ্যমন্ত্রীর পিছনের সারিতে হাঁটছেন অভিষেক। পাশে রয়েছেন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী জাভেদ খান।  

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৫:১০ key status

মিছিলে রয়েছেন ধর্মগুরুরা

‘সংহতি মিছিল’-এ যোগ দিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসি, ইহুদি ধর্মগুরুরা মুখ্যমন্ত্রী পাশে হাঁটতে শুরু করলেন। সোমবারের মিছিলে তাঁদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৫:০৬ key status

হাজরায় তৃণমূল নেতৃত্ব

হাজরা মোড় থেকে শুরু হতে চলেছে মিছিল। সেখানে  উপস্থিত রয়েছেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন, শান্তনু সেন প্রমুখ।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৫:০১ key status

হাজরা মোড়ে অভিষেক

হাজরা মোড় থেকে শুরু হওয়ার কথা ‘সংহতি মিছিল’। সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূলের শীর্ষনেতারা। 

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৪:৫৯ key status

কালীঘাট মন্দিরে

সোমবার দুপুরে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিষ্টি, লাল শাড়ি দিয়ে মায়ের আরাধনা করলেন তিনি। করলেন আরতি।

image of mamata

কালীঘাট মন্দিরে মমতা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৪:৪১ key status

গির্জায় প্রার্থনা

পার্ক সার্কাস ময়দানের কাছাকাছি একটি গির্জাও রয়েছে। মিছিল থেকে সেখানেও যাওয়ার কথা মমতার। গির্জায় সংক্ষিপ্ত প্রার্থনা করে তাঁর পার্ক সার্কাস ময়দানে যাওয়ার কথা।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৪:৪০ key status

পার্ক সার্কাস ময়দানে ইতি

মিছিল কালীঘাট থেকে শুরু হয়ে শেষ হওয়ার কথা পার্ক সার্কাস ময়দানে। পুজো দিয়ে মিছিল শুরুর পরে মুখ্যমন্ত্রীর আরও কিছু পরিকল্পনা রয়েছে। মমতার ঘনিষ্ঠ সূত্রে সেই পরিকল্পনার কথা আগেই জানিয়েছে আনন্দবাজার অনলাইন।  হাজরা রোড ধরে মিছিল নিয়ে যাওয়ার পথে হাজরা ল’ কলেজের সামনে থামবে মিছিল। অদূরেই রয়েছে একটি মসজিদ। মিছিলের সম্মুখ ভাগ থেকে স্কুটারে চড়ে সেই মসজিদে গিয়ে চাদর চড়াবেন তৃণমূলের সর্বময় নেত্রী। সেখান থেকে আবার ফিরে আসবেন মিছিলের পুরোভাগে। তার পর মিছিল যাবে পার্ক সার্কাস ময়দানের উদ্দেশে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৪:৩৬ key status

কালীঘাটে পুজো দিয়ে শুরু মিছিল

সোমবার দুপুরে হল অযোধ্যার মন্দিরে রামলালার বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের বিশিষ্ট জনেরা। সেই উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে বহু রাজ্যের সরকার। উদযাপন শুরু হয়েছে সারা দেশে। এই আবহে সোমবার ‘সংহতি মিছিল’-এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ৩টের সময় কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে শুরু সেই মিছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন