মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমির সামনে সভা, কোভিডবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে।
কোভিড বিধি মেনে স্কুল খোলার দাবিতে পথে নামল সরকারি অনুদানহীন শিক্ষা প্রতিষ্ঠানের সিটু প্রভাবিত কর্মী ইউনিয়ন। মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির সামনে সভা করে শনিবার তারা অভিযোগ করে, কোভিড পরিস্থিতির জন্য রাজ্যে গত দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গরিব পড়ুয়ারা পড়াশোনা থেকে ছিটকে যাচ্ছে এবং বেসরকারি স্কুলের কর্মীরা আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন। আরও কিছু দিন স্কুল বন্ধ থাকলে বেসরকারি স্কুলগুলিতে ছাঁটাইও শুরু হবে বলে তাদের দাবি। এই প্রেক্ষিতে কোভিড বিধি মেনে দ্রুত স্কুল খোলার দাবিতে সরব হয়েছে ওই ইউনিয়ন। তাদের এ দিনের কর্মসূচিতে সিটু-র তরফে মৃণাল দাশ, মধুজা সেনরায়, ইন্দ্রজিৎ ঘোষ প্রমুখ ছিলেন। তাঁদের বক্তব্য, যে সব বেসরকারি স্কুলে ওই ইউনিয়নের ইউনিট আছে, সেগুলিতে লড়াইয়ের ফলে কর্মীরা আর্থিক দাবিদাওয়া আদায় করতে পেরেছেন