কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল সিবিআই। ফাইল চিত্র।
রাজ্যে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা-পর্বে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল সিবিআই। সিবিআই সূত্রের খবর, ধৃত ২ জনের নাম রয়েছে আদালতে পেশ করা চার্জশিটে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২ মে, নীলবাড়ির লড়াইয়ের ফলাফল ঘোষণার দিন অভিজিৎকে পিটিয়ে, গলায় কেব্ল টিভি-র তার পেঁচিয়ে খুন করার পাশাপাশি তাঁর দাদা বিশ্বজিৎ এবং মা মাধবী দেবীকে মারধর করা হয়েছিল। সেই ঘটনায় জড়িত অভিযোগে কয়েক জন গ্রেফতার হলেও অন্য অভিযুক্তেরা পলাতক। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ধৃত ২ জনের বিরুদ্ধে খুনের পাশাপাশি সম্পত্তি ধ্বংস এবং সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ রয়েছে বলে সিবিআইয়ের দাবি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, তাঁদের দ্রুত আদালতে পেশ করা হবে।
ওই বছরেরই সেপ্টেম্বরে অভিজিতের মৃত্যুর ঘটনায় ২০ জনের বিরুদ্ধে খুন এবং শ্লীলতাহানির অভিযোগে শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে চার্জশিট পেশ করে সিবিআই। সূত্রের খবর, অভিজিতের হত্যাকাণ্ডের একাধিক ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করা হয়েছিল। সত্যতা যাচাইয়ের জন্য সেগুলি পাঠানো হয়েছিল ফরেন্সিক বিভাগে। পরীক্ষায় ওই সব ফুটেজকে মান্যতা দেওয়া হয়েছে বলে সিবিআই জানিয়েছিল।