Calcutta High Court

Calcutta High Court: কালনায় নাবালিকা নিখোঁজ মামলায় সরকারি আইনজীবী, পুলিশকে ভর্ৎসনা হাই কোর্টের

গত সেপ্টেম্বরে থেকে নিখোঁজ হয়েছিল কালনার এক নাবালিকা। নিখোঁজের দু’মাস পর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১১
গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

কালনায় নাবালিকা নিখোঁজের ঘটনায় পেশ হওয়া পুলিশি রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার এ প্রসঙ্গে বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের কড়া মন্তব্য, ‘ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা উচিত!’

পাশাপাশি, এই মামলার সরকারি আইনজীবীদের ভর্ৎসনা করে ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার বলেছে, ‘আপনারা সরকারি আইনজীবী। আপনাদের কাজ আদালতকে সাহায্য করা। পুলিশকে বাঁচানো আপনাদের কাজ নয়। পুলিশ সঠিক কাজ না করলে আপনার আদালতকে বলুন। আদালত তার ব্যবস্থা নেবে।’

বৃহস্পতিবার আদালত জানায়, কালনা থানার পুলিশ যে রিপোর্ট আদালত পেশ করেছে তার জন্য তদন্তকারী অফিসারের সাসপেন্ড হওয়া উচিত। কোনও নাবালিকা নিরুদ্দেশ হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে আনা পুলিশের কাজ। আদালতের মন্তব্য, ‘‘এমন বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করতে হয়।’’

Advertisement

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে থেকে নিখোঁজ হয়েছিল কালনার এক নাবালিকা। নিখোঁজের দু’মাস পর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। আদালতে মামলাকারী আইনজীবীর বক্তব্য, পুলিশ শুধু একটি রিপোর্ট দিয়েছে। সেখানে ওই নাবালিকা মণিপুরের মন্যপুরমে রয়েছে বলে জানানো হয়েছে। হাই কোর্টের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে পুলিশকে তদন্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে।

Advertisement
আরও পড়ুন