Budget session

বাজেট অধিবেশনের জন্য মন্ত্রীদের বিশেষ নির্দেশ মমতার, ৬ ফেব্রুয়ারি প্রথম ভাষণ নতুন রাজ্যপালের

বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন বিধানসভায় নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর প্রথম ভাষণ দেবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৭:১৮
নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়েই শুরু হবে আগামী বাজেট অধিবেশন।

নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়েই শুরু হবে আগামী বাজেট অধিবেশন। —ফাইল চিত্র।

আসন্ন বাজেট অধিবেশনের জন্য রাজ্যের মন্ত্রীদের যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মমতা জানিয়েছেন, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন বিধানসভায় নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর প্রথম ভাষণ দেবেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাজেট অধিবেশনের জন্য প্রত্যেক মন্ত্রী যেন নিজেদের দফতরের কাজকর্ম সম্পর্কে অবগত থাকেন। অধিবেশনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে পরিষদয়ীয় দফতর।

Advertisement

জানুয়ারির শেষ সপ্তাহে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। পরের মাসে রাজ্যের বাজেট অধিবেশন শুরু হবে। যদিও রাজ্য সরকার কবে বাজেট পেশ করবে, সে সম্পর্কে কোনও দিনের উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী।

আগামী বাজেট অধিবেশন নতুন রাজ্যপালের বক্তৃতা দিয়েই শুরু হবে। সম্প্রতি রাজ্যপাল হিসাবে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন কেরলের প্রাক্তন আইএএস আধিকারিক। বাংলায় পা রেখেই যিনি এ রাজ্যের ভূয়সী প্রশংসা করেছেন। ডিসেম্বরের গোড়ায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দেড়শো বছর পূর্তি উপলক্ষে ভাষণে রাজ্যপাল বলেছিলেন, দেশকে নেতৃত্ব দেবে বাংলা। অন্য দিকে, মুখ্যমন্ত্রীর মুখেও নতুন রাজ্যপালের সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছে। রাজ্যপালের শপথগ্রহণের পর তাঁকে ‘ভাল লোক’ বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের কাছে সহযোগিতার বার্তাও দিয়েছেন আনন্দ বোস। সেই আবহে এই বাজেট অধিবেশন শুরু। যেখানে ভাষণ দেবেন নতুন রাজ্যপাল।

Advertisement
আরও পড়ুন