গ্রাফিক। সন্দীপন রুইদাস।
বিধানসভার কমিটির বণ্টন বিতর্কে এ বার সরকার পক্ষের সঙ্গে সরাসরি সঙ্ঘাতের রাস্তা নেওয়ার কথা জানিয়ে দিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন বিধানসভার কোনও কমিটিতেই চেয়ারম্যান পদে থাকবেন না তাঁরা।
শুক্রবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরেই সাংবাদিক বৈঠকে শুভেন্দু দলের এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তাঁর অভিযোগ, ‘‘সংসদীয় রীতি অনুযায়ী পিএসসি-র চেয়ারম্যান হওয়ার কথা বিরোধী দলের বিধায়কের। সরকারের খরচের হিসেব নেওয়ার অধিকার বিরোধীদের আছে। কিন্তু দেশের সংসদীয় ব্যবস্থার ইতিহাসে প্রথম সেই রীতি ভাঙা হল।’’
বিধানসভার কমিটিগুলির চেয়ারম্যান পদ প্রত্যাখ্যানের কথা ঘোষণা করে শাসক শিবিরের উদ্দেশে শুভেন্দুর কটাক্ষ, ‘‘এটাই ওঁদের শেষ বার (লাস্ট টার্ম), যত ভোগ করার করে নিক।’’ তবে স্থায়ী কমিটি এবং হাউস কমিটিগুলির চেয়ারম্যান পদ প্রত্যাখ্যান করলেও সদস্য পদে বিজেপি বিধায়কেরা থাকবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়কের ঘোষণা, ‘‘আমরা বৈঠকে হাজির থাকব এবং বিতর্কে অংশ নেব।’’ তিনি জানান, রাজ্যের ২ কোটি ২৮ লক্ষ মানুষ বিজেপি-কে ভোট দিয়েছেন। তাঁদের প্রতি দায়বদ্ধতার জন্যই পরিষদীয় দায়িত্ব পালনে পিছপা হবে না বিজেপি।
শুভেন্দু জানিয়েছেন, দলত্যাগী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আগামী ১৬ জুলাই স্পিকার শুনানি করবেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের ঘোষণা, ‘‘আমিও শুনানিতে হাজির থাকব। গত বিধানসভায় এক বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে শুনানি শেষই হয়নি। এ বার তা হতে দেব না।’’