Akhil Giri

অখিলের মন্তব্য নিয়ে হাই কোর্টে বিজেপি, জোড়া মামলা দায়েরের আবেদন শুনে কী বলল আদালত?

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়ে এ বার আদালতের দ্বারস্থ বিজেপি। এ নিয়ে দু’টি মামলা করতে চলেছে গেরুয়াশিবির। আর্জি জানানো হয়েছে দ্রুত শুনানিরও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১১:২৩
অখিল গিরির মন্তব্য নিয়ে হাই কোর্টে বিজেপি।

অখিল গিরির মন্তব্য নিয়ে হাই কোর্টে বিজেপি। — ফাইল চিত্র।

রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়ে এ বার আদালতের দ্বারস্থ বিজেপি। এ নিয়ে দু’টি জনস্বার্থ মামলা করতে চলেছে গেরুয়াশিবির। সোমবার সপ্তাহের শুরুর দিনেই বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী। মিলেছে মামলা করার অনুমতিও।

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বিতর্ক বাধিয়েছেন অখিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে। এ নিয়ে ক্ষমাও চেয়েছেন অখিল। কিন্তু বিতর্কের ঝড় তাতে কমেনি। সোমবার বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এ নিয়ে বিজেপির আইনজীবী সুস্মিতা সাহা দত্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি দ্রুত শুনানির আর্জিও জানান। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এ নিয়ে মামলা করার অনুমতিও দিয়েছে। পাশাপাশি, দ্রুত শুনানির আর্জি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি।

Advertisement

বিতর্কিত মন্তব্য নিয়ে দু’টি মামলা করতে চলেছে বিজেপি। অখিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অখিলের ওই মন্তব্যের পর গড়িয়েছে কয়েকটি দিন। বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভও দেখাচ্ছে বিজেপি। এ বার তা নিয়ে আদালতে গেল গেরুয়া শিবির।

Advertisement
আরও পড়ুন