Bangladesh Unrest

চিন্ময়ের আইনজীবী রবীন্দ্রের পাশে বিজেপি

চিকিৎসার প্রয়োজনে ব্যারাকপুরে এসেছেন রবীন্দ্র। সেখানে মঙ্গলবার তাঁকে সংবর্ধনা জানাতে গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ, কৌস্তভ বাগচীরা। গিয়েছিলেন প্রদীপ্তানন্দ (কার্তিক) মহারাজও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৭:০১
আইনজীবী রবীন্দ্র ঘোষকে সংবর্ধনা বিজেপি নেতা ও অন্যদের। ব্যারাকপুরে।

আইনজীবী রবীন্দ্র ঘোষকে সংবর্ধনা বিজেপি নেতা ও অন্যদের। ব্যারাকপুরে। —নিজস্ব চিত্র।

বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষকে সংবর্ধনা জানিয়ে তাঁর নিরাপত্তার জন্য দাবি জানালেন বিজেপি নেতারা। রবীন্দ্র ফের জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরে আবার চিন্ময়কৃষ্ণের হয়ে সওয়াল করতে আদালতে যাবেন। চিকিৎসার প্রয়োজনে ব্যারাকপুরে এসেছেন রবীন্দ্র। সেখানে মঙ্গলবার তাঁকে সংবর্ধনা জানাতে গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ, কৌস্তভ বাগচীরা। গিয়েছিলেন প্রদীপ্তানন্দ (কার্তিক) মহারাজও। ব্যারাকপুর আদালতের আইনজীবীরাও রবীন্দ্রকে সংবর্ধনা জানিয়েছেন। রবীন্দ্র বলেছেন, “চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে এসেছি। কিন্তু বাংলাদেশের সংবাদমাধ্যম বলছে, ষড়যন্ত্র করছে এই দেশে এসেছি! এটা ঠিক নয়। আমি রাজনীতি করি না। আমি এক জন মানবাধিকার কর্মীও।” বাংলাদেশের পরিস্থিতি ‘চূড়ান্ত খারাপ’ জানিয়েও তাঁর সংযোজন, “চিন্ময়কৃষ্ণকে ২ জানুয়ারি আদালতে তোলা হলে ওঁর পক্ষে সওয়াল করতে অবশ্যই যাব। আমার মৃত্যু হলে বাংলাদেশেই হবে। মানবাধিকার, দেশের সংখ্যালঘুদের রক্ষা করতে লড়ব।” ব্যারাকপুরে রবীন্দ্র যত দিন থাকবেন, তত দিন রাজ্য যাতে তাঁকে নিরাপত্তা দেয়, সেই আর্জি জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন। রাজ্য তা না-দিলে কেন্দ্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন অর্জুন।

Advertisement
Advertisement
আরও পড়ুন