বিজেপির বৈঠকে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। —নিজস্ব চিত্র।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি দাবি করেছিলেন, সদস্য সংগ্রহ অভিযানে স্বচ্ছতার নিরিখে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ। এ বার সেই স্বচ্ছতার প্রশংসাই শোনা গেল বিজেপির বৈঠকে। সাংগঠনিক নির্বাচনের প্রস্তুতি নিয়ে শনিবার বিধাননগরের একটি হোটেলে রাজ্য বিজেপির বৈঠক ছিল। সূত্রের খবর, সদস্য সংগ্রহে যে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এ দিন তার প্রশংসা করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। সেই সঙ্গে তিনি এই স্বচ্ছতাকে দৃষ্টান্ত করে দলের সাংগঠনিক নির্বাচন করার কথা বলেছে। বৈঠকে তিনি বলেছেন, অতীতে কী হয়েছিল সেটা ভুলে যেতে হবে। শুধুমাত্র খাতায় কলমে কমিটি তৈরি না করে সক্রিয় কমিটি গড়ে তুলতে হবে। তাঁর বক্তব্য, স্বচ্ছ ভাবে যতগুলি জায়গায় কমিটি গড়া যাবে, সেই কটি কমিটিই যথেষ্ট। জোর করে সংখ্যা বাড়াতে গিয়ে খাতায়-কলমে কমিটি গড়ার প্রয়োজন নেই। সেই সঙ্গে তিনি মনোনীত কমিটির চেয়ে নির্বাচিত কমিটি যাতে গড়ে তোলা যায় সেই দিকেই জোর দিতে বলেছেন। সেই প্রেক্ষিতে দলের পুরোনো কর্মীদের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং কাছের মানুষের পরিবর্তে কাজের মানুষদের কমিটিতে জায়গা দেওয়ার বিষয় নির্দেশ দিয়েছেন।