Today’s Sports Events

রোহিত-কোহলির ভবিষ্যৎ কী? ভারতীয় ক্রিকেটের খবর, থাকছে ডার্বির প্রস্তুতির সব খবর, আর কী

রোহিত, কোহলি কি শেষ টেস্ট সিডনিতেই খেলে ফেলেছেন? ভারতীয় দলের সব খবর। ১১ জানুয়ারি মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে সোমবার শেষ ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। শনিবারের মহারণের আগে কী ভাবে তৈরি হচ্ছে তারা? থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ০৬:২৭

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ় হারের পর টালমাটাল অবস্থা ভারতীয় ক্রিকেটে। বড় প্রশ্ন, রোহিত শর্মা, বিরাট কোহলি কি শেষ টেস্ট সিডনিতেই খেলে ফেলেছেন? ভারতীয় দলের সব খবর।

Advertisement

১১ জানুয়ারি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামার আগে সোমবার শেষ ম্যাচ ছিল লাল-হলুদের। শনিবারের মহারণের আগে কী ভাবে তৈরি হচ্ছে তারা? কী বলছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো? এ বার সবার নজর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু প্রতিযোগিতা। কারা সুযোগ পাবেন? জসপ্রীত বুমরাহ কি খেলতে পারবেন? থাকছে সব খবর।

রোহিত-কোহলি সিডনিতেই কি শেষ টেস্ট খেললেন? ভারতীয় দলের খবর

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ় হারের পর টালমাটাল অবস্থা ভারতীয় ক্রিকেটে। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটারের মতের অমিল হচ্ছে বলে জানা গিয়েছে। বড় প্রশ্ন, রোহিত শর্মা, বিরাট কোহলি কি শেষ টেস্ট সিডনিতেই খেলে ফেলেছেন? ভারতীয় দলের সব খবর।

ডার্বিতে নামার আগে শেষ ম্যাচ খেলল ইস্টবেঙ্গল, শনিবারের বড় ম্যাচের আগে লাল-হলুদের খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এ বারের আইএসএলে ১৪ নম্বর ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল। ১১ জানুয়ারি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামার আগে এটিই শেষ ম্যাচ ছিল লাল-হলুদের। শনিবারের মহারণের আগে কী ভাবে তৈরি হচ্ছে তারা? কী বলছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো?

লাল বলের ক্রিকেট মরসুম শেষ, নজর চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সব খবর

আপাতত ভারতের লাল বলের ক্রিকেট শেষ। শুরু হচ্ছে সাদা বলের ক্রিকেট। সবার নজর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু প্রতিযোগিতা। তার আগে রয়েছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের এক দিনের সিরিজ়। কারা সুযোগ পাবেন? জসপ্রীত বুমরাহ কি খেলতে পারবেন? থাকছে সব খবর।

নিউ জ়িল্যান্ড বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় এক দিনের ম্যাচ

শ্রীলঙ্কাকে প্রথম এক দিনের ম্যাচে অনায়াসে হারিয়েছে নিউ জ়‌িল্যান্ড। মঙ্গলবার দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নামবে দুই দল। শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়‌ জিতবে কিউয়িরা? না সমতা ফেরাবে ভারতের পড়শি দেশ? ভোর ৬.৩০টা থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি টেন ১ চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

Advertisement
আরও পড়ুন