Accident

রেললাইন পারাপারে বিপত্তি! চলন্ত ট্রেনের সামনে বাইক আরোহী, কোনও ক্রমে প্রাণরক্ষা

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া অঞ্চলে দামোদর নদের উপর দাদপুর রেল ব্রিজের ঘটনা। বেহাল অবস্থায় আরোহীর বাইক উদ্ধার করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০১:৫৭
ইকটিকে বেহাল অবস্থায় উদ্ধার করা হয়।

ইকটিকে বেহাল অবস্থায় উদ্ধার করা হয়। —নিজস্ব চিত্র।

রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক বাইক আরোহী। অল্পের জন্য প্রাণরক্ষা হল তাঁর। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া অঞ্চলে দামোদর নদের উপর দাদপুর রেল ব্রিজের ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সকাল ৯টা ১০ নাগাদ রেল ব্রিজের উপরে ট্রেন চলাচলের লাইন দিয়ে এক মোটরবাইক আরোহী বেরুগ্রামের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে ইঞ্জিন-সহ তিন বগির একটি ট্রেন বাঁকুড়ার দিক থেকে মসাগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেন সামনে আসতেই ওই যুবক নিরুপায় হয়ে বাইকটিকে রেললাইনের উপরে ফেলে পালিয়ে যান। ট্রেনের সামনে ধাক্কা লেগে মোটরবাইকটি ছিটকে যায়। পরে বাইকটিকে বেহাল অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। তবে এই দুর্ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত জানান, একটি তিন কামরার ট্রেন পর্যবেক্ষণের জন্য যাচ্ছিল তবে দুর্ঘটনার কোনও খবর নেই।

Advertisement
আরও পড়ুন