Kali Puja 2024

পুজোর তিন দিন আগে কালীমূর্তি উদ্ধার পুকুর থেকে

আপাতত ধাতুর মূর্তিটি রাখা হয়েছে গোয়াই গ্রামের মাঝিপাড়ায় একটি পারিবারিক মন্দিরে। ওই পরিবারের বধূ ঋতু মাঝির দাবি, ‘‘মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। মায়ের ইচ্ছাতেই পুজো করা হবে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ২৩:৪১
পুজোর তিন দিন আগে কালীমূর্তি উদ্ধার হল পুকুর থেকে।

পুজোর তিন দিন আগে কালীমূর্তি উদ্ধার হল পুকুর থেকে। —নিজস্ব চিত্র।

পুজোর তিন দিন আগে কালীমূর্তি উদ্ধার হল পুকুর থেকে। সোমবার এই ঘটনায় পূর্ব বর্ধমানের কাটোয়ায় গোয়াই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ন’ইঞ্চির ওই মূর্তি উদ্ধারের পরেই এলাকায় রটে যায় পুকুর থেকে সোনার কালীমূর্তি উদ্ধার হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের লোকজন ভিড় জমান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এসে বুঝতে পারে পারে ওই মূর্তিটি আসলে ছাঁচে ফেলে তৈরি করা পিতলের তৈরি। ধাতব মূর্তির উপর রঙ করা রয়েছে।

Advertisement

আপাতত ধাতুর মূর্তিটি রাখা হয়েছে গোয়াই গ্রামের মাঝিপাড়ায় একটি পারিবারিক মন্দিরে। ওই পরিবারের বধূ ঋতু মাঝির দাবি, ‘‘মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। মায়ের ইচ্ছাতেই পুজো করা হবে।’’

ঋতু জানান, সোমবার সকালে তিনি গ্রামের টিবিপুকুর নামে একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন । স্নান করার সময় তাঁর পায়ে কিছু ঠেকে। তার পর জল থেকে তুলে দেখেন একটি কালীমূর্তি। ঋতুদের মন্দিরে মূর্তিটি রাখা হয়েছে। যদিও এই ধরনের মূর্তি কাঁসা পিতলের দোকানে হামেশাই পাওয়া যায়। কিন্তু এই মূর্তিটি এল কোথা থেকে? স্থানীয়দের একাংশের ধারণা, কেউ গোপনে পুকুরের জলে আগেই ফেলে দিয়ে যায়। তার পর এটি উদ্ধারের পর এলাকায় হুজুগ ওঠে। তবে এর নেপথ্যে কে বা কারা, তা এখনও রহস্যই।

Advertisement
আরও পড়ুন