প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে উচ্ছ্বাস লোকেশ রাহুলের। ছবি: এক্স (টুইটার)।
খোয়াজাকে (৪১) আউট করলেন সিরাজ। অস্ট্রেলিয়া ১০৪/৪।
মাঠে নেই বুমরাহ। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি।
স্মিথকেও (৪) আউট করলেন প্রসিদ্ধ। অস্ট্রেলিয়া ৫৮/৩।
লাবুশেনকেও (৬) আউট করলেন প্রসিদ্ধ। অস্ট্রেলিয়া ৫২/২।
কনস্টাসকে (২২) আউট করলেন প্রসিদ্ধ। অস্ট্রেলিয়া ৩৯/১।
বুমরাহকে (শূন্য) আউট করলেন বোল্যান্ড। ৪৫ রানে ৬ উইকেট তাঁর। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ১৫৭ রানে।
সিরাজকে (৪) আউট করলেন বোল্যান্ড। ভারত ১৫৬/৯।
ওয়াশিংটনকেও (১২) আউট করলেন কামিন্স। ভারত ১৫৬/৮।
জাডেজাকে (১৩) আউট করলেন কামিন্স। ভারত ১৪৭/৭।
২২ গজে জাডেজা (৮) এবং ওয়াশিংটন (৬)। ভারত ১৪১/৬।