শিক্ষকের বাইকে আগুন ধরিয়ে পালায় কয়েক জন পড়ুয়া। নিজস্ব চিত্র।
স্কুলের মূল প্রজেক্ট জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। কিন্তু শিক্ষকের মুখের উপরই নাকি কয়েক জন পড়ুয়া জানিয়ে দেয় তারা বুধবার খাতা জমা করবে। অভিযোগ, এর কিছু ক্ষণ পরেই স্কুল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকে আগুন লাগিয়ে পালায় তারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনের ডিভি বয়েস হিন্দি মিডিয়াম স্কুলে। আঙুল উঠেছে ওই স্কুলের সাত ছাত্রের দিকে।
ঘটনার সূত্রপাত মাস দুয়েক আগে। ইংরেজিতে কেন কম নম্বর দেওয়া হল, এই দাবি তুলে শিক্ষকদের উপর হামলা চালায় দ্বাদশ শ্রেণির কয়েক জন পড়ুয়া। এমনকি, স্কুলের আসবাবপত্র থেকে দেওয়ালও ভেঙে দেয় তারা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু কেউই আসেননি। এর পর এই ঘটনা।
যে বাইক পোড়ানো হয়েছে সেটি স্কুলের ইতিহাসের শিক্ষক অবনীকুমার বেরার। ওই শিক্ষক জানান, বাইকটি রেখেছিলেন স্কুলের মূল গেটের সামনে। হঠাৎ তাঁর কাছে খবর আসে তাঁর বাইকে আগুন ধরানো হয়েছে।
অবনীর কথায়, ‘‘এই ছেলেরা দু-তিন মাস আগে স্কুলের একটা দেওয়াল ভেঙে দেয়। ক্লোজড সার্কিট ক্যামেরা নষ্ট করে এবং ইংরেজিতে নম্বর কম পাওয়ার কারণে ইংরেজি শিক্ষকের উপর হামলা চালায়।’’ বাইকে আগুন জ্বলছে দেখে স্কুলের চৌকিদার এবং পড়ুয়ারা মিলে তা নেভানোর চেষ্টা করে। যদিও তত ক্ষণে বাইকটি পুড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।