Snake Fight

বর্ধমান শহরে দুই সাপের লড়াই! এলাকা দখল করতেই যুদ্ধ

হ্যাচারিমাঠ এলাকায় ১০ বছর আগেও ছিল জলাভূমি, জঙ্গল। এখন সেখানে সার সার ঘরবাড়ি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ২৩:৩৫
দুটি সাপের লড়াই।

দুটি সাপের লড়াই। —ফাইল চিত্র।

দু’টি সাপের ‘শঙ্খ লাগা’ বা লড়াইয়ের দৃশ্য দেখা গেল বর্ধমান শহর লাগোয়া হ্যাচারিমাঠ এলাকায়। অনেকেই একে সাপের মিলনদৃশ্য বলে ভুল করেন বলে দাবি সর্প বিশেষজ্ঞ ধীমান ভট্টাচার্যের। তিনি জানিয়েছেন, এটা সাপেদের এলাকা দখলের লড়াই। প্রধানত দাঁড়াশ সাপেদের মধ্যেই এই লড়াই হয়।

Advertisement

হ্যাচারিমাঠ এলাকায় ১০ বছর আগেও ছিল জলাভূমি, জঙ্গল। এখন সেখানে সার সার ঘরবাড়ি। বহু প্রাণী বাস্তুহারা হয়েছে। এখানকার কিছু জলাভূমিতে এখনও সাপের দেখা মেলে। রবিবার এই এলাকাতেই দেখা মিলল সেই বিরল দৃশ্য। বৃষ্টির পর হাল্কা রোদ উঠতেই স্থানীয়েরা দেখতে পান, দু’টি সাপ জড়াজড়ি করে উপরের দিকে উঠছে।

সর্প বিশেষজ্ঞ ধীমান ভট্টাচার্য জানান, দু’টিই দাঁড়াস সাপ ছিল। এটা তাদের এলাকা দখলের লড়াই। অনেক সময় সঙ্গিনীর অধিকারের জন্যও এ রকম করে তারা। দু’টি পুরুষ সাপের মধ্যে সাধারণত এই লড়াই হয়ে থাকে, যাকে বলা হয় ‘মেল কমবাট’। বিষধর সাপের মধ্যেও এই লড়াই হয়।

Advertisement
আরও পড়ুন