Paschim Bardhaman

দুই প্রতিবেশীর ঝগড়ার মাঝে কুলটিতে চলল গুলি! ধানের ক্ষেতে রিভলভার ছুড়ে পালানোর চেষ্টা

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার শীতলপুর এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বচসা হয়। ওই অশান্তির সময় এক প্রতিবেশীকে অন্য জন লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৬:২১
গোলমালের সময়কার দৃশ্য।

গোলমালের সময়কার দৃশ্য। —নিজস্ব চিত্র।

দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের মধ্যে চলল গুলি। শুক্রবার এ নিয়ে চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি থানার শীতলপুর এলাকায়। স্থানীয়েরা জানাচ্ছেন, দুই রাউন্ড গুলি চলেছে। পাশাপাশি লাঠির ঘায়ে আহত হয়েছেন এক জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার শীতলপুর এলাকায় গাড়ি রাখা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা হয়। প্রথমে কথা কাটাকাটি তার পর শুরু হয় মারামারি। ওই অশান্তির সময় এক প্রতিবেশীকে অন্য জন লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ। দুই পরিবারের লোকজন একে অন্যের সঙ্গে হাতাহাতি এবং বচসায় জড়ান। এর মধ্যে ‘পণ্ডিতজি’ নামে এক বয়স্ক ব্যক্তিকে দেখা যায় রিভলভার হাতে বেরিয়ে আসছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুই রাউন্ড গুলি চালিয়েছেন তিনি। গুলি লক্ষ্যভ্রষ্ট তাতে কেউ অবশ্য জখম হননি। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পশ্চিম বর্ধমানের সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। তারা অভিযুক্ত ‘পণ্ডিতজি’কে আটক করেছে। তবে আগ্নেয়াস্ত্রটির খোঁজ মেলেনি। কয়েক জন জানিয়েছেন, আগ্নেয়াস্ত্রটি বাড়ির পাশে ধানের ক্ষেতে ফেলে দেন অভিযুক্ত।

পুলিশ আগ্নেয়াস্ত্রটির খোঁজ করছে। পাশাপাশি অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে ডিসিপি (পশ্চিম) সন্দীপ কররার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘রিভলভারটির খোঁজ করা হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন