RG Kar Medical College and Hospital Incident

সুবর্ণের বদলি, প্রতিবাদে পথে নির্যাতিতার বাবা-মা

বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরে কর্মরত ছিলেন সুবর্ণ। তাঁকে সম্প্রতি দার্জিলিঙে বদলি করে স্বাস্থ্য দফতর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ০৯:৪৪
বর্ধমানের কার্জন গেট চত্বরে প্রতিবাদসভা।

বর্ধমানের কার্জন গেট চত্বরে প্রতিবাদসভা। নিজস্ব চিত্র।

আর জি কর হাসপাতালের ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে অন্যতম চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিঙে বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে ফের সরব হলেন ওই ঘটনায় নিহত চিকিৎসক তরুণীর বাবা-মা। সোমবার সুবর্ণের বদলির প্রতিবাদে কার্জন গেটে ডাকা সভায় হাজির হয়েছিলেন তাঁরা। সেখান থেকেই তাঁদের বার্তা, ‘‘এই রাজ্য সরকারের কাছে বিচার চাইলে হবে না। বিচার ছিনিয়ে আনতে হবে। বিচার আমরা ছিনিয়ে আনব।’’

Advertisement

বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরে কর্মরত ছিলেন সুবর্ণ। তাঁকে সম্প্রতি দার্জিলিঙে বদলি করে স্বাস্থ্য দফতর। কেন বদলি? নির্যাতিতার বাবার দাবি, ‘‘সুবর্ণ গোস্বামীর জন্য আমাদের কণ্ঠ খুলেছিল। উনি আমাদের পাশে ছিলেন। রাজ্য সরকারের তরফে আমাদের টাকা দেওয়ার চেষ্টা উনি (সুবর্ণ) ফাঁস করেছিলেন।’’ সুবর্ণকে মুখ্যমন্ত্রীর নির্দেশে বদলি করা হয়েছে বলে তাঁর দাবি। পাশাপাশি, তৃণমূলকে দাম্ভিক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘টিএমসি (নিজেকে) সব কিছুর ঊর্ধ্বে মনে করছে। টিএমসির বিরুদ্ধে বলতে বাধ্য হচ্ছি, সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট করে দিচ্ছে। ওদের চাই, টাকা। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করা যায় না, বুঝিয়ে দিয়েছি। এই দম্ভ ভাঙতে হবে। ন্যায় বিচারের দাবি ছাড়ব না।’’

তিনি বলেন, ‘‘আমরা রাজ্য সরকারের কাছে বিচায় চেয়ে ভুল করেছিলাম। রাজ্য সরকারের কাছে বিচার চাওয়া আকাশকুসুম কল্পনা।’’ পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদে বদল এনেছে সরকার। সেই ঘটনার দিকে ইঙ্গিত করে পানিহাটির বাসিন্দা নির্যাতিতার মায়ের বক্তব্য, যাঁরা তাঁর মেয়ের দেহ আর জি কর থেকে ছিনতাই করে শ্মশানে নিয়ে
গিয়েছিল, তাঁদের এক জনকে রাজ্য সরকার পুরস্কৃত করেছে। আর যিনি (আমাদের) কণ্ঠ খুলে দিয়েছিলেন, তিনি পেলেন ‘তিরস্কার’। সরকার কী চায়, যাঁরা কাজ করেন, তাঁদের
জঙ্গলে বদলি, প্রশ্ন নির্যাতিতার বাবা-মায়ের।

সুবর্ণকে বদলি করার প্রতিবাদে ‘অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস’ বিকেলে সিএমওএইচ কার্যালয়ে বিক্ষোভ দেখায়। স্মারকলিপিও জমা দেওয়া হয়। আন্দোলনকারীদের মধ্যে জয়িতা ভট্টাচার্য বলেন, ‘‘সুবর্ণ গোস্বামীর সঙ্গে অন্যায় হয়েছে। তার জন্য পথে নেমেছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা ও মা। আমরা লড়াইয়ে আছি।’’

Advertisement
আরও পড়ুন