IPL 2025

রাহানেদের সামনে উদাহরণ মুম্বই! পঞ্জাব ম্যাচের আগে প্লে-অফের আশায় কেকেআর শিবির

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মঈন আলি। ইংল্যান্ডের অলরাউন্ডার জানিয়েছেন, প্লে-অফ খেলার ব্যাপারে তাঁরা আশাবাদী। মুম্বই ইন্ডিয়ান্সকে দেখে এগোতে চাইছেন নাইটেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২২:২৯
picture of Ajinkya Rahane

অজিঙ্ক রাহানে। ছবি: এক্স (টুইটার)।

এখনই হাল ছাড়তে নারাজ গত বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। প্রথম আটটি ম্যাচের পাঁচটিতে হারার পরও লিগ পর্বে প্রথম চার দলের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী কেকেআর শিবির। ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার আগের দিন সাংবাদিকদের সামনে এমনই দাবি করলেন অলরাউন্ডার মইন আলি।

Advertisement

শুক্রবার ইংল্যান্ডের ক্রিকেটার বলেছেন, ‘‘অবশ্যই আমাদের প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে। মুম্বইয়ের শুরুটা ভাল হয়নি। অথচ টানা চারটি ম্যাচ জিতে ওরা ভাল জায়গায় চলে এসেছে। আমাদেরও তেমন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। এখন প্রতিযোগিতার মাঝামাঝি। বাকি ম্যাচগুলির অধিকাংশ আমাদের জিততে হবে। আমাদের দলের সেই ক্ষমতা আছে। নিজেদের প্রতি বিশ্বাস এবং দৃঢ়তা রাখতে হবে।’’

পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৩ রানে শেষ আট উইকেট হারিয়েছিল কেকেআর। শ্রেয়স আয়ারের দলের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মাসুল দিতে হয়েছিল অজিঙ্ক রাহানেদের। সে প্রসঙ্গে মইন বলেছেন, ‘‘আমরা ৩০ বা ৪০ মিনিট খুব খারাপ খেলেছিলাম সেই ম্যাচে। যুজবেন্দ্র চহল পার্থক্য গড়ে দিয়েছিল। সে দিন ও দারুণ বল করেছিল। চহলের বল আমরা খেলতে পারিনি। বার বার ও রকম হবে না। আশা করি এ বার আমরা ভুল করব না। চহল নিঃসন্দেহে খুব ভাল বোলার। ওই ম্যাচটার আগে চহল কিন্তু ফর্মে ছিল না। উইকেট পাচ্ছিল না। আত্মবিশ্বাস অনেক কিছু বদলে দিতে পারে। আমাদের ইতিবাচক ভাবনা নিয়ে খেলতে হবে।’’

প্রতি ম্যাচে সুযোগ পাচ্ছেন না ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার। তা নিয়ে খুব আক্ষেপ নেই তাঁর। মইন বলেছেন, ‘‘সত্যি বলতে আমার বয়স যদি কম হত এবং নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম, তা হলে হয়তো মেনে নেওয়া একটু কঠিন হত। তবে এটা মানসিকতার ব্যাপার। প্রতিটি ম্যাচ খেলব ধরে নিয়েই আমি প্রস্তুতি নিই। যাতে বললেই মাঠে নামতে পারি। প্রচুর ম্যাচ খেলার সুযোগ পাব, এমন প্রত্যাশা নিয়ে আসিনি। তবু চারটি ম্যাচ খেলে ফেলেছি। আমার তো ইতিবাচকই মনে হচ্ছে ব্যাপারটা।’’

Advertisement
আরও পড়ুন