arrest

বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে গয়না, টাকা লুট! খণ্ডঘোষে গ্রেফতার যুবক

পুলিশ জানিয়েছে, খণ্ডঘোষ থানা এলাকায় ওই মহিলার বাড়ি। তিনি বিবাহিত। বছর দুয়েক আগে তাঁর সঙ্গে আশরাফুলের পরিচয় হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২২:০৫

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বিনিময়ে মহিলার সঙ্গে সহবাস করে তাঁর সোনার গয়না এবং টাকা হাতানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতের নাম আশরাফুল লায়েক ওরফে সাদ্দাম। খণ্ডঘোষ থানার নুরপুরের বাড়ি থেকে মঙ্গলবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তার পর তাঁকে বর্ধমান মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম)-এর আদালতে হাজির করানো হয়। ১২ নভেম্বর পর্যন্ত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারিণী মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ। বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর শারীরিক পরীক্ষা আগেই করানো হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, খণ্ডঘোষ থানা এলাকায় ওই মহিলার বাড়ি। তিনি বিবাহিত। বছর দুয়েক আগে তাঁর সঙ্গে আশরাফুলের পরিচয় হয়। অভিযোগ, মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করেন তিনি। বেশ কয়েক বার সহবাসও করেন অভিযুক্ত। মাসখানেক আগে বিয়ের কথা বলে মহিলার কাছ থেকে তিনি ৫০ হাজার টাকা এবং সোনার গয়না চান বলে অভিযোগ। মহিলার দাবি, তিনি সেই টাকা এবং তিন ভরি সোনার গয়না আশরাফুলকে দিয়ে দেন।

মহিলা জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি শুনে তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসেন। গত ২১ অক্টোবর রাত ১১টা নাগাদ আশরাফুল মহিলার বাপের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। মহিলার আরও দাবি, তাঁকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেন আশরাফুল। তাঁর চিৎকার শুনে বাপের বাড়ির লোকজন ছুটে এলে সেখান থেকে আশরাফুল পালিয়ে যান। যাওয়ার সময় মহিলাকে তিনি প্রাণে মারার হুমকি দেন বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় আশরাফুলকে।

Advertisement
আরও পড়ুন