CT Scan Service

সিটিস্ক্যান পরিষেবা ব্যাহত বর্ধমান মেডিক্যালে, হয়রানি

রোগীদের দাবি, অনাময়ে সিটিস্ক্যান করে ফের হাসপাতাল আসতে হয় রিপোর্ট দেখাতে। ফলে সময় ও অর্থ দুই অপচয় হচ্ছে, হয়রানিও বাড়ছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১০:৩২

— প্রতীকী চিত্র।

প্রায় এক মাস ধরে সিটিস্ক্যান পরিষেবা ব্যাহত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতালে গিয়ে সিটিস্ক্যান করাতে হচ্ছে রোগীদের। এই দুই জায়গার মধ্যে দূরত্ব বেশি হওয়ায় সমস্যায় পড়ছেন তাঁরা। মেডিক্যাল কলেজ কতৃপক্ষের দাবি, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। নতুন মেশিন আনার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

রোগীদের দাবি, অনাময়ে সিটিস্ক্যান করে ফের হাসপাতাল আসতে হয় রিপোর্ট দেখাতে। ফলে সময় ও অর্থ দুই অপচয় হচ্ছে, হয়রানিও বাড়ছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাসপাতালের গাড়ি করে সিটিস্ক্যান করিয়ে আনা হলেও জরুরি বিভাগ বা বহির্বিভাগে আসা রোগীদের নিজে খরচ করেই অনাময় যাতায়াত করতে হচ্ছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত সিটিস্ক্যান পেতে সমস্যা হচ্ছে। তাঁরা বাধ্য হয়ে বাইরে থেকে অতিরিক্ত খরচ করে সিটিস্ক্যান করাচ্ছেন।

ভাতার থেকে আসা এক রোগীর পরিজন বলেন, “রাতেই মায়ের সিটিস্ক্যান প্রয়োজন ছিল। কিন্তু রাতে কী ভাবে অনাময়ে গিয়ে সিটিস্ক্যান করাব, আদৌ রাতে সেখানে স্ক্যান হয় কি না, সব মিলে চরম বিপত্তিতে পড়ি। অবশেষে গাড়ি করে সেখানে গিয়ে স্ক্যান করালেও ফের রিপোর্ট আনতে সেখানে যেতে হয়। এই প্রক্রিয়া বেশ কষ্টকর।” মেডিক্যালে আশা রোগীদের দাবি, মাঝে মধ্যেই সিটিস্ক্যান পরিষেবা বিঘ্নিত হয়। এই ব্যাপারে স্থায়ী সমাধান হওয়া উচিত।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বাস্থ্যভবন থেকে নতুন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিটিস্ক্যান মেশিন পাওয়া গিয়েছে। সেটি আগামী মাসের মধ্যেই চলে আসবে। ফলে দ্রুত সমস্যা মিটে যাবে।”

Advertisement
আরও পড়ুন