বর্ধমান শহরে হুড়মুড়িয়ে ভাঙল ১০০ বছরের পুরনো এই বাড়ি

সোমবার বিকালে খোসবাগান এলাকার আরসি দাস রোডের উপরে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৭
Advertisement

বর্ধমান শহরে ভেঙে পড়ল পরিত্যক্ত একটি বাড়ি। সোমবার বিকালে খোসবাগান এলাকার আরসি দাস রোডের উপরে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে এর জেরে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, বাড়িটি ১০০ বছরের পুরনো।

ওই বাড়ির মালিক সুজিত দাস বলেছেন, ‘‘১০০ বছরের বেশি পুরানো আমাদের বাড়ি। দীর্ঘদিন ধরেই বাড়িটির অবস্থা খুব খারাপ।’’ ভাডা়টিয়ারা না উঠতে চাওয়ায় বাড়ির মেরামত করাও সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। শেষমেশ আদালতের হস্তক্ষেপে এবং পুলিশের সহযোগিতায় বাড়ি খালি করা হয়েছে বলে জানিয়েছেন সুজিত। তিনি বলেছেন, ‘‘বিপজ্জনক বলেই বাড়িটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কোভিডের কারণে তা সম্ভবপর হয়নি।’’

সেই অপেক্ষা শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল বর্ধমান শহরের শতাব্দী প্রাচীন এই বাড়ি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement