বাড়ির প্রচুর আসবাবপত্র পুড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। —নিজস্ব চিত্র।
আগুন লেগে পুড়ে ছাই হল বিজেপি কাউন্সিলরের বাড়ির একাংশ। রবিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ১০৫ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রণী আচার্য এবং বিজেপি নেতা অভিজিৎ আচার্যের বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আশপাশের এলাকাতেও।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছিল আশপাশে। দমকলের ৪ ঘণ্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।
রবিবার ভোরে আগুন লাগার ঘটনায় বিজেপি কাউন্সিলরের পরিবারের কেউ আহত হননি। তবে বাড়ির প্রচুর আসবাবপত্র পুড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। বাড়িমালিক অভিজিৎ আচার্য বলেন, ‘‘পুরো বাড়িটা জ্বলে শেষ হয়ে গিয়েছে। কিছুই বাঁচেনি। আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন এবং কোলিয়াড়ির জল ট্যাঙ্কের জল দিয়ে আগুন নেভানো হয়েছে। কিন্তু বাড়ির কোনও জিনিস বাঁচানো গেল না।’’