Arrest

মহিলার শ্লীলতাহানি এবং তাঁকে মারধর! যুবক ধৃত বর্ধমানে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ নম্বর ইছলাবাদ এলাকায় ওই মহিলার বাড়ি। সকালে তিনি মর্নিং ওয়াকে বার হন। ঘর থেকে বার হওয়ার সময় সুরজিৎ বাইক নিয়ে সেখানে হাজির হন। মহিলার উদ্দেশে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫৯
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন মহিলা। সেই সময় তাঁর শ্লীলতাহানি এবং তাঁকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সুরজিৎ সরকার ওরফে বান্টি। বর্ধমান শহরের ৪ নম্বর শাঁকারিপুকুর এলাকায় তাঁর বাড়ি। শুক্রবার সকালে শহরের ৫ নম্বর ইছলাবাদের ওলাইচণ্ডীতলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ নম্বর ইছলাবাদ এলাকায় ওই মহিলার বাড়ি। সকালে তিনি মর্নিং ওয়াকে বার হন। ঘর থেকে বার হওয়ার সময় সুরজিৎ বাইক নিয়ে সেখানে হাজির হন। মহিলার উদ্দেশে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেন। মহিলা তার প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। চিৎকার শুনে মহিলার স্বামী তাঁকে বাঁচাতে আসেন। তাঁকেও অভিযুক্ত মারধর করেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটকান। তাঁদের সঙ্গে ধস্তাধস্তি করে সেখান থেকে তিনি পালান। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ও তাঁর স্বামীর চিকিৎসা করানো হয়। এর পর মহিলা নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতকে শুক্রবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। অভিযোগকারিণীকে ভীতি প্রদর্শন এবং তথ্যপ্রমাণ নষ্ট না করা ও সপ্তাহে এক দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।

Advertisement
আরও পড়ুন