Death

Death: রেললাইনের ধারে মিলল যুগলের রক্তাক্ত দেহ, আসানসোলে ঘনাচ্ছে রহস্য

বৃহস্পতিবার সকালে সীতারাম রেলস্টেশনের পশ্চিম কেবিনের কাছে যুবক-যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১১:০৫
রেললাইন থেকে উদ্ধার যুগলের দেহ।

রেললাইন থেকে উদ্ধার যুগলের দেহ। —নিজস্ব চিত্র।

অজ্ঞাতপরিচয় যুগলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল রেললাইনের ধার থেকে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে আসানসোল রেল ডিভিশনের সীতারাম স্টেশনে। পুলিশ দেহগুলি উদ্ধারের জনম্য ময়নাতদন্তে পাঠিয়েছে। কী কারণে ওই যুগলের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে সীতারাম স্টেশনের পশ্চিম কেবিনের কাছে যুবক-যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যুবকের বয়স আনুমানিক ২৭ এবং যুবতীর বয়স আনুমানিক ২২ বছর। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রেলপুলিশের প্রাথমিক অনুমান, লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। তবে কারও কারও অনুমান, ওই যুগল ট্রেন থেকে পড়ে গিয়েও মারা যেতে পারেন। অনেকের অনুমান, ওই যুবক-যুবতী আত্মহত্যা করেছেন। তদন্তকারীরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।

Advertisement
আরও পড়ুন
Advertisement