Illegal Construction

উপপ্রধানের বিরুদ্ধে অবৈধ নির্মাণের নালিশ

শুক্রবার বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
অন্ডাল শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৫:৪৬
উখড়া গ্রাম পঞ্চায়েত।

উখড়া গ্রাম পঞ্চায়েত। —ছবি : সংগৃহীত

উখড়া পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল। পঞ্চায়েতের প্রধান মিনা কোলে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, অন্ডাল-মাধাইগঞ্জ ভায়া উখড়া রাস্তার পাশে প্রাচীন উখড়া বাজার। উখড়া-সহ পাঁচটি পঞ্চায়েতের বাসিন্দাদের কাছে এই বাজার গুরুত্বপূর্ণ। প্রধান রাস্তা থেকে বাজারে ঢোকার একটি গলিতে আছে পঞ্চায়েতের উপপ্রধান সরণ সাইগলদের দোতলা বাড়ি। নীচে বেশ কয়েক’টি দোকান ও উপরে রয়েছে সরণের নিজস্ব কার্যালয়। বেশ কয়েক বছর আগে সরণ দোতলার উপর থেকে একটি ঝুলন্ত ব্যালকনি তৈরি করেছিলেন।‌ সেই ব্যালকনি জীর্ণ হয়েছে। সেটিকে সুরক্ষিত করতে সরণের উদ্যোগে সিমেন্টের খুঁটি বসানোর কাজ শুরু হয় ক’দিন আগে।

শুক্রবার বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। শ্রীদীপ জানান, তিনি পঞ্চায়েত প্রধানের কাছে অবৈধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। এই নির্মাণ হলে রাস্তা সঙ্কুচিত হয়ে যাবে। বাজারে ক্রেতা-বিক্রেতাদের যাতায়াতে অসুবিধা হবে। উখড়া চেম্বার অব কমার্সের সহ সভাপতি সীতারাম বর্নওয়াল জানান, এটা মানা যায় না। উপপ্রধান গায়ের জোরে এই কাজ করলে অনেককে বিপাকে পড়তে হবে। সংগঠনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগের নিন্দা জানানো হয়।

উপপ্রধান মন্তব্য করতে চাননি। প্রধান জানান, ওই ভবনের একাংশ জীর্ণ হয়েছে। উপপ্রধানকে বলা হয়েছে রাস্তা দখল না করে ক্রেতা-বিক্রেতাদের বিপাকে না ফেলে ভবন সুরক্ষিত করতে হবে। অবৈধ নির্মাণ মানা হবে না।

আরও পড়ুন
Advertisement