Arrest

কিশোরীকে ফুসলিয়ে আটক! মেমারিতে ধৃত যুবক

পুলিশ জানিয়েছে, মেমারি থানার চোৎখণ্ড এলাকায় বছর সতেরোর ওই কিশোরীর বাড়ি। গত ২২ নভেম্বর সকাল ৭টা নাগাদ সে বাড়ি থেকে বার হয়। তার পর থেকে তার হদিস মিলছিল না।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ২২:০৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কিশোরীকে ফুসলিয়ে আটকে রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম পূর্ণচন্দ্র দাস। মন্তেশ্বর থানার গুলিটা দাসপাড়ায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় কিশোরী।

Advertisement

পুলিশ জানিয়েছে, মেমারি থানার চোৎখণ্ড এলাকায় বছর সতেরোর ওই কিশোরীর বাড়ি। গত ২২ নভেম্বর সকাল ৭টা নাগাদ সে বাড়ি থেকে বার হয়। তার পর থেকে তার হদিস মিলছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, পূর্ণ তাকে ফুসলিয়ে আটকে রেখেছে। এর পরেই কিশোরীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।

শুক্রবার ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিশ। তা দেখার পর ধৃতকে আটকে রাখার প্রয়োজন না থাকার কথা উল্লেখ করে তদন্তে সহযোগিতার শর্তে তার জামিন মঞ্জুর করেন সিজেএম। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সিজেএম।

Advertisement
আরও পড়ুন