Jitendra Tiwari

জিতেনের দেখা নেই, ফ্ল্যাটে তালা দেখে বৃহস্পতিতেও খালি হাতে ফিরতে হল আসানসোল পুলিশকে

কম্বলকাণ্ডে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় ৩ বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিও। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১১:৫৭
রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে জিতেন্দ্র তিওয়ারি।

রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে জিতেন্দ্র তিওয়ারি। — ফাইল চিত্র।

আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দরজা থেকে দ্বিতীয়বারও খালি হাতে ফিরতে হল পুলিশকে। কম্বলকাণ্ডে ৩ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিতেন-জায়া চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার গিয়েছিল আসানসোল উত্তর থানার পুলিশ। কিন্তু জিতেনের ফ্ল্যাটে বৃহস্পতিবারও তালা ঝুলতে দেখা গিয়েছে। ওই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছেন জিতেন। ঘটনাচক্রে, বৃহস্পতিবারই সেই আবেদনের শুনানি রয়েছে।

আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় পুরনিগমের ৩ বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি, গৌরব গুপ্ত এবং অমিত তুলসিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই অনুযায়ী গত ১৯ শে ডিসেম্বর জিতেনের ফ্ল্যাটে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ। পর দিন অর্থাৎ ২০ ডিসেম্বর পুলিশ আবার জিতেনের বাড়িতে গেলে দেখা পাওয়া যায়নি তাঁদের। এক ঘণ্টার বেশি সময় ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকার পর ফিরে যান তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি, দ্বিতীয় নোটিসও দিয়ে আসে পুলিশ। ওই দিনই হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন জিতেন। নোটিসে পুলিশ জানিয়েছিল, বৃহস্পতিবার আবার আসানসোল জি টি রোডে ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে জিতেনের ফ্ল্যাটে যাবে তদন্তকারী দল। সেই অনুযায়ী, পুলিশের একটি দল যায় আসানসোলের ওই বিজেপি নেতার বাড়িতে। কিন্তু জিতেন বা চৈতালির দেখা পাওয়া যায়নি।

Advertisement

গত সোমবার কম্বলকাণ্ডে পুলিশ আটক করেছিল আসানসোল পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ানকে। তবে তাঁকে ওই রাতেই ছেড়ে দেয় পুলিশ। আসানসোলের পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকণ্ঠম জানান, অমিতকে নিয়ে আসা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাঁর সঙ্গে কথা বলে পুলিশ সন্তুষ্ট বলেও জানিয়েছেন কমিশনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement