— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বর্ধমান স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় থেকে সোনার গহনাভর্তি একটি ব্যাগ চুরির ঘটনায় ৭০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে জিআরপি। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জীবন রাও। বাড়ি হুগলির চুঁচুড়া থানার ব্যান্ডেল এলাকায়। শনিবার রাতে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে ওই বৃদ্ধকে।
রেলপুলিশ সূত্রে খবর, জেরার মুখে চুরির কথা স্বীকার করে নিয়েছেন ধৃত। রেলপুলিশের আরও দাবি, ধৃতের ঘরে বিছানার তলা থেকে চুরি হওয়া কিছু সোনার গয়নাও উদ্ধার হয়েছে। রবিবার ওই বৃদ্ধকে বর্ধমান আদালতে পেশ করা হয়। চুরির বাকি মালপত্র এবং টাকা উদ্ধার করতে ধৃতকে তিন দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করে জিআরপি। শেষমেশ ধৃতের দু’দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, গত ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা নাগাদ উত্তর প্রদেশের বারাণসী থানার ভেলুপুরের বাসিন্দা মিন্টু অধিকারী ও তাঁর ছেলে প্রিয়াংশু আপ পূর্বা এক্সপ্রেস ধরার জন্য বর্ধমান স্টেশনের দ্বিতীয় শ্রেণির প্রতীক্ষালয়ে অপেক্ষা করছিলেন। সেখান থেকে তাঁদের একটি ব্যাগ চুরি হয়ে যায়। ব্যাগে বেশ কিছু সোনার গয়না এবং নগদ ৩,০০০ টাকা ছিল। এর পরেই চুরির বিষয়ে জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই দুই যাত্রী।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রেলপুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সে সব ফুটেজ খতিয়ে দেখে ওই বৃদ্ধকে শনাক্ত করে পুলিশ। তদন্তে জানা যায়, চুরির পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন ওই বৃদ্ধ। বেশ কয়েক দিন গা-ঢাকা দিয়ে থাকার পর শনিবারই ঘরে ফেরেন জীবন। এর পরই জিআরপি তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করেছে।