গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সরকারি চাকরি ছেড়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামবেন বলে মঙ্গলবার জানালেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার। তিনি আর জি করের অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন।
আখতার দাবি করেন, গত অগস্টে আর জি করে একাধিক বেনিয়ম নিয়ে হাই কোর্টে মামলা করেন। বলেন, ‘‘আমার করা মামলায় সন্দীপ ঘোষ এবং হাউস স্টাফ আশিস পাণ্ডে-সহ পাঁচ জন জেলে। সন্দীপ এবং আশিস পাণ্ডের বিরুদ্ধে কোর্টে চার্জ গঠনের জন্য সিবিআইকে ‘নো অবজেকশন’ দিচ্ছে না রাজ্য। এ ভাবে চললে, তারা ছাড়া পেয়ে যাবে। দুশ্চিন্তায় আছি।’’ এ বিষয়ে মন্তব্য করতে চাননি মুর্শিদাবাদ মেডিক্যালের অধ্যক্ষ অমিতকুমার দাঁ। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেনকে ফোনে পাওয়া যায়নি। জবাব মেলেনি মোবাইল-বার্তার। আখতার জানান, তিনি আপাতত ৪৯ দিন ছুটির আবেদন করবেন। তাঁর দাবি, ‘‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আইনি পরামর্শ নিতে দিল্লি-কলকাতা ছুটতে হবে। তাই ছুটি নিতে হচ্ছে।’’