ফাইল ছবি।
ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতার জেরে মঙ্গলবারও বাতিল একাধিক ট্রেন। কিছু ট্রেনের ক্ষেত্রে সময়সূচির পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, বিক্ষোভের জেরে ২১ জুন, মঙ্গলবার, বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।
এর মধ্যে রয়েছে:
আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস
বারাণসী-আসানসোল মেমু এক্সপ্রেস
দানাপুর-সাহেবগঞ্জ এক্সপ্রেস
সাহেবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস
জামালপুর-তিলরথ ডেমু প্যাসেঞ্জার স্পেশাল
জামালপুর-খগড়িয়া ডেমু স্পেশাল
তিলরথ-জামালপুর ডেমু প্যাসেঞ্জার স্পেশাল
জামালপুর-খগড়িয়া ডেমু স্পেশাল
জামালপুর-গয়া এক্সপ্রেস স্পেশাল
জামালপুর-সহারসা মেমু স্পেশাল
জামালপুর-কিউল প্যাসেঞ্জার স্পেশাল
যশিডি-বৈদ্যনাথধাম মেমু প্যাসেঞ্জার স্পেশাল
বৈদ্যনাথধাম-যশিডি মেমু প্যাসেঞ্জার স্পেশাল
একলব্য জানিয়েছেন, মঙ্গলবার শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস ছাড়ার নির্ধারিত সময় দুপুর ১টা ৪০ মিনিটের বদলে রাত ৮টায় শিয়ালদহ থেকে ছাড়বে। এ ছাড়া মঙ্গলবার হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।