অধীর চৌধুরী। —ফাইল চিত্র।
বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে নিপীড়নের ঘটনার প্রেক্ষিতে তাঁর মন্তব্য বিকৃত করে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর। বাংলাদেশের ঘটনাবলি সামনে রেখে এ’পারে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়ে প্রচারে নেমেছে বিজেপি। সেই একই কথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের মুখেও শোনা গিয়েছে বলে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি। কিন্তু অধীরের পাল্টা বক্তব্য, তিনি এমন কথা আদতেই বলেননি। লোকসভা নির্বাচনের আগে লালগোলায় একটি সভায় তাঁর বক্তব্যের একটি অংশকে নিয়ে ‘বিকৃত প্রচার’ চালানো হয়েছিল। পুলিশে অভিযোগ দায়েরের পরে তদন্তে ধরা পড়ে, ভিডিয়োয় ‘বিকৃত’ বক্তব্য ছড়ানো হয়েছে। এ বারও তাঁর নামে ‘ভুয়ো ও বিকৃত’ মন্তব্য চালানোর অভিযোগে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠিয়েছেন অধীর।