BGT 2024-25

মেলবোর্নে কুস্তি, সিডনিতে দোস্তি, কোহলির সঙ্গে কথা কনস্টাসের, পেলেন বিরাট-শুভেচ্ছা

বিরাট কোহলির সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলেন স্যাম কনস্টাস নিজেই। সিডনিতে ম্যাচের পর কোহলির সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। কোহলির শুভেচ্ছাও পেয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১১:৩১
cricket

(বাঁ দিকে) স্যাম কনস্টাস। বিরাট কোহলি (ডান দিকে) — ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্ট প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই উত্তপ্ত হয়ে উঠেছিল। স্যাম কনস্টাসকে ‘ইচ্ছাকৃত’ ধাক্কা মারার অভিযোগ উঠেছিল বিরাট কোহলির বিরুদ্ধে। সেই ঝামেলা মিটিয়ে নিলেন কনস্টাস নিজেই। সিডনিতে ম্যাচের পর কোহলির সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। কোহলির শুভেচ্ছাও পেয়েছেন।

Advertisement

কোহলির সঙ্গে মেলবোর্ন টেস্টে ধাক্কা লাগার প্রসঙ্গে শিক্ষা নেওয়ার কথা শোনা গিয়েছে কনস্টাসের মুখে। তিনি বলেছেন, “দ্বৈরথের প্রতিটা সেকেন্ড উপভোগ করেছি। অনেক কিছু শিখেছি। আশা করি পরের সফরগুলোতে শিক্ষাগুলো কাজে লাগাতে পারব।”

কোহলির সম্পর্কে কনস্টাস বলেছেন, “সিডনি ম্যাচের পর কোহলিকে বলি, ও আমার আদর্শ। কোহলির মতো ক্রিকেটারের বিরুদ্ধে খেলা বিরাট সম্মানের। কোহলির সঙ্গে কথা বলার সময় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ওর উপস্থিতিটাই অন্য রকম। ভারতের সমর্থকেরা সেটা ভাল বুঝতে পারে। তাই সারা ক্ষণ ওর নাম ধরেই চিৎকার শুনতে পাচ্ছিলাম।”

কনস্টাসের সংযোজন, “কোহলির পা সব সময় মাটিতে থাকে। মানুষ হিসাবেও খুব ভাল। শ্রীলঙ্কা সফরে ভাল খেলার জন্য শুভেচ্ছা জানাল। আমার গোটা পরিবার বিরাটকে ভালবাসে। আমি ছোটবেলা থেকে ওকেই আদর্শ মেনে বড় হয়েছি। কোহলি ক্রিকেটের কিংবদন্তি।”

মেলবোর্ন টেস্টে অভিষেক হয়েছিল কনস্টাসের। শুরু থেকেই আগ্রাসী খেলছিলেন তিনি। ভারতীয় দল চাপে পড়ে গিয়েছিল। দশম ওভারের শেষে হঠাৎই কোহলি প্রান্ত বদল করার সময় নিজের রাস্তা থেকে সরে এসে কাঁধ দিয়ে ধাক্কা মেরেছিলেন কনস্টাসকে। দু’জনের তর্কাতর্কি হয়েছিল। আম্পায়ার এসে ঝামেলা মিটিয়েছিলেন। ওই ঘটনার জন্য ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি কোহলির ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছিলেন। সিডনি টেস্টে জসপ্রীত বুমরাহের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন কনস্টাস।

Advertisement
আরও পড়ুন