HP Ghosh Hospital

‘সিজ়নাল রেসপিরেটরি ডিজ়িজ়’ কী? আলোচনায় এইচপি ঘোষ হাসপাতালের চিকিৎসক ঋতম চক্রবর্তী

যাঁদের আগে থেকেই ফুসফুসের সমস্যা রয়েছে, তাঁদের শীতের সময়ে বাড়তি যত্নের দরকার হয়।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১১:২৮
চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)

চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)

শীতকালে কম তাপমাত্রা এবং বাতাসের শুষ্কতার কারণে অনেক ধরনের ভাইরাসের আক্রমণ বৃদ্ধি পায়। এই আর্দ্রতা হ্রাসের ফলে শ্লেষ্মা ঝিল্লি শুকিয়ে গিয়ে ভাইরাসের আক্রমণকে আরও সহজ করে তোলে। শীতকালে সাধারণত সর্দি, ফ্লু এবং ‘সিজ়নাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার’-এর (এসএডি) মতো অসুস্থতাগুলি বেশি দেখা যায়। পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। যাঁদের আগে থেকেই ফুসফুসের সমস্যা রয়েছে, তাঁদের শীতের সময়ে বাড়তি যত্নের দরকার হয়।

এ বিষয়ে সম্প্রতি সবিস্তার জানিয়েছেন এইচপি ঘোষ হাসপাতাল’-এর কনসাল্ট্যান্ট পালমোনোলজিস্ট, চিকিৎসক ঋতম চক্রবর্তী। বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

‘সিজ়নাল রেসপিরেটরি ডিজ়িজ়’ নিয়ে আলোচনায় চিকিৎসক ঋতম চক্রবর্তী

চিকিৎসক ঋতম চক্রবর্তীর মতে, “সিজ়নাল রেসপিরেটরি ডিজ়িজ়কে আমরা মূলত দু’টি ভাগে ভাগ করি। প্রথমত, যাঁদের ফুসফুসের রোগ আগে থেকেই আছে, আবহাওয়া পরিবর্তনের কারণে আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত, যাঁদের আগে থেকে ফুসফুসের কোনও সমস্যা ছিল না, কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করেই নানা সমস্যা দেখা দিয়েছে। বয়স্কদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়।”

বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, “শীতকালে যাঁদের হঠাৎ করেই এই ফুসফুসের সমস্যা দেখা দেয়, তাঁদের এই সময়টায় বিশেষ যত্ন নিতে হয়। যেমন, শ্বাসকষ্ট বাড়লে ইনহেলারের মাত্রা বৃদ্ধি, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, ধূমপান না করা এবং হালকা কাশি, সর্দি হলে অবশ্যই পালমোনোলজিস্টের সঙ্গে পরামর্শ করা উচিত।”

হেল্পলাইন নম্বর: ০৩৩৬৬৩৪৬৬৩৪

বিশদে জানতে ভিজ়িট করুন: https://hpghoshhospital.com/

এই প্রতিবেদনটি ‘এইচপি ঘোষ হাসপাতাল’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আরও পড়ুন