—প্রতিনিধিত্বমূলক ছবি।
শীতবিলাসীরা ভেবেছিলেন, নতুন বছরের উপহার হিসাবে শীতকে আবার পুরনো মেজাজে পাবেন। আপাতত তাঁদের সেই আশায় জল ঢেলে দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত কয়েক দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। অর্থাৎ, চলতি বছরের শেষে তো বটেই, নতুন বছরের গোড়ায় শীতের প্রত্যাবর্তনের তেমন সম্ভাবনা নেই।
শনিবার সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। অবশ্য গোটা সপ্তাহেই কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থেকেছে। পৌষ মাসের দুপুরেও কেউ কেউ ঘেমেছেন। আগামী কয়েক দিনেও কলকাতা-সহ সারা রাজ্যেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে ১ জানুয়ারি, বছরের প্রথম দিনে দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনি এবং রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। আবহাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণেই রাজ্যে শীত জাঁকিয়ে বসতে পারছে না।