Bankura

অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাওয়ার সময় পথদুর্ঘটনা! বাঁকুড়ায় জখম কলকাতার সাত পর্যটক

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় গুরুতর জখম হলেন কলকাতার বরাহনগরের সাত বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০৩
দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়ি।

দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়ি। —নিজস্ব চিত্র।

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় গুরুতর জখম হলেন কলকাতার বরাহনগরের সাত বাসিন্দা। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাঁকুড়ার ওন্দা থানার ভেদুয়াশোল মোড়ের কাছে। ঘটনায় আহত পর্যটকদের দ্রুত উদ্ধার করে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরাহনগরের মোট ২৬ জন বাসিন্দা একটি ট্রাভেলার গাড়িতে চড়ে রবিবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন। বিষ্ণুপুর হয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পথে ভেদুয়াশোল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে ট্রাভেলার। ঘটনায় ওই গাড়িতে থাকা সাত পর্যটক আহত হন। এর মধ্যে এক মহিলার আঘাত গুরুতর। ট্রাভেলার গাড়িটির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।

আহত পর্যটক অচিন্ত্য পাল বলেন, ‘‘আমরা বরাহনগর থেকে পুরুলিয়ার অযোধ্য পাহাড়ে যাচ্ছিলাম। কল্যাণী থেকে গাড়িটি ভাড়া করা হয়েছিল। প্রথম থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। বার বার তাঁকে গতি কমানোর কথা বলা হলেও চালক আমাদের কোনও কথাই শোনেননি। তার ফলেই এই দুর্ঘটনা।’’

Advertisement
আরও পড়ুন