fort william

ফোর্ট উইলিয়ামে অনুপ্রবেশের চেষ্টা, সেনাকর্মী সেজে ঢুকতে চাওয়া যুবককে হাতেনাতে ধরলেন রক্ষীরা

কলকাতায় সেনাবাহিনীর পূর্বভারতীয় সদর দফতর ফোর্ট উইলিয়াম। অভিযোগ, জাল পরিচয়পত্র দেখিয়ে সেখানে ঢুকতে চেষ্টা করেন এক যুবক। তদন্তে জানা গিয়েছে, তিনি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:০২
ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ভারতের সদর দফতর। কলকাতায় তার সাউথ গেটের সামনেই ঘটনাটি ঘটে।

ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ভারতের সদর দফতর। কলকাতায় তার সাউথ গেটের সামনেই ঘটনাটি ঘটে। ফাইল চিত্র।

ছদ্মবেশে ফোর্ট উইলিয়ামে ঢুকতে গিয়ে রক্ষীদের হাতে ধরা পড়ে গেলেন এক যুবক। কালনার বাসিন্দা ওই যুবকের নাম পলাশ বাগ। পুলিশ জানিয়েছে, ওই যুবক নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু দ্বাররক্ষীরা তাঁর জাল পরিচয়পত্রটি ধরে ফেলে। ওই যুবকের বিরুদ্ধে ফোর্ট উইলিয়ামে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতারও করা হয়েছে তাঁকে।

কলকাতার ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনাবাহিনীর পূর্বভারতের সদর দফতর। রবিবার সেখানেই সেনা দফতরের সাউথ গেটের সামনে সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে গিয়ে বাধা পান পলাশ। সেনাবাহিনীর ইস্টার্ন কম্যাণ্ডের কমান্ডিং অফিসার জে এস কোহলী এই অভিযোগ করেছেন ।

Advertisement

পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পলাশের বয়স ৩৩। পূর্ব বর্ধমানের কালনার অস্তগরিয়ার কৃষ্ণপুর গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম পাঁচু গোপাল বাগ। তবে এর বেশি তথ্য এখনও হাতে আসেনি পুলিশের। ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে পলাশের বিরুদ্ধে।তিনি কেন ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা করেছিলেন, জাল পরিচয়পত্রই বা তাঁর হাতে এল কী ভাবে, সে সব কিছু নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement