Canning Rape

লজে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ক্যানিংয়ে, মহিলাকে ডাক্তারের কাছে ফেলে পালালেন সঙ্গী

ক্যানিং বাজার এলাকায় একটি লজে নিয়ে যাওয়া হয়েছিল মহিলাকে। সেখান থেকে তাঁর সঙ্গী চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে আসেন। সেখানেই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধর্ষণ এবং খুনের মামলা রুজু হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৯:১৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

লজে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ক্যানিংয়ে। ওই মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গী। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরেই সকলের অলক্ষ্যে তাঁর সঙ্গী ডাক্তারের চেম্বার থেকে পালিয়ে যান বলে অভিযোগ। পরে তাঁর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করেন মৃতের আত্মীয়।

Advertisement

ঘটনাটি ক্যানিং বাজার এলাকার। সেখানেই একটি লজে শুক্রবার দুপুরে মহিলাকে নিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গী। কিছু ক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে লজের কর্মীদের জানান, মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। এর পর লজকর্মীদের সহায়তায় ওই মহিলাকে তিনি নিকটবর্তী ডাক্তারের চেম্বারে নিয়ে যান। পরে সেখান থেকে উধাও হয়ে যান বলে অভিযোগ। সংশ্লিষ্ট চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার বয়স ৪৭। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন আইসি ক্যানিং সৌগত ঘোষ ও এসডিপিও ক্যানিং রামকুমার মণ্ডল। মহিলার দাদা তাঁর সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণ-খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মহিলার সঙ্গীর খোঁজ চলছে। আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা যুবকের পূর্বপরিচিত ছিলেন। শুক্রবার লজের যে ঘরে তাঁরা ছিলেন, সেই ঘরটি আপাতত সিল করে দিয়েছে পুলিশ।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লজটি নিয়েও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের একাংশের দাবি, লজে দেহব্যবসা চলে। সেই উদ্দেশ্যেই দুপুরে মহিলাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কি না, পুলিশ খতিয়ে দেখছে।

Advertisement
আরও পড়ুন