Drowning Death

বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন কলকাতার দুই যুবক

মৃত দুই যুবকের নাম মিজান মহসিন (১৯) এবং অমন আলি (১৯)। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুই যুবকের খোঁজে এফআইবি বোর্ড নিয়ে তল্লাশি শুরু করে বকখালি সমুদ্র সৈকতের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ২৩:৪১

— প্রতীকী চিত্র।

বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কলকাতার তপসিয়া থেকে পাঁচ বন্ধু বকখালিতে ঘুরতে এসেছিলেন। দুপুরের সময় পাঁচ জন স্নান করতে নেমেছিলেন বকখালির সমুদ্রে। সেই সময় জোয়ার ছিল। স্নান করার সময় হঠাৎই দু’জন তলিয়ে যান। পরে তাঁদের দেহ উদ্ধার হয়।

Advertisement

মৃত দুই যুবকের নাম মিজান মহসিন (১৯) এবং অমন আলি (১৯)। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুই যুবকের খোঁজে এফআইবি বোর্ড নিয়ে তল্লাশি শুরু করে বকখালি সমুদ্র সৈকতের। পরে দু’জনের দেহ উদ্ধার হয়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ, সিভিল ডিফেন্সের ও ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী তল্লাশি করে সন্ধ্যা নাগাদ দুই যুবকের দেহ উদ্ধার করে।

Advertisement
আরও পড়ুন