Ram Mandir Inauguration

অযোধ্যার রামমন্দির উদ্বোধনের উ‌দ্‌যাপনে শামিল কামদুনির টুম্পা, মৌসুমীরাও

সোমবার সকালে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। গোটা দেশে সাজ সাজ রব। সেই আবহে গা ভাসিয়েছেন কামদুনিরা টুম্পা, মৌসুমীরাও।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১২:০৩
মৌসুমী কয়াল (বাঁ দিকে)। টুম্পা কয়াল (ডান দিকে)।

মৌসুমী কয়াল (বাঁ দিকে)। টুম্পা কয়াল (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

অযোধ্যায় যখন রামমন্দিরের উদ্বোধন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি তখন দমদমের একটি মন্দিরে দেখা গেল এই উদ‌্‌যাপনে শামিল হয়েছেন কামদুনির টুম্পা এবং মৌসুমী কয়ালরা। সোমবার সকালেই তাঁরা দমদম পার্কের ওই মন্দিরে পৌঁছে যান।

Advertisement

সোমবার সকালে কামদুনির টুম্পা, মৌসুমীরা পৌঁছে যান দমদম পার্কের কাছে একটি মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর তাঁরা রওনা দেন নিউ টাউনের একটি রামমন্দিরে। প্রসঙ্গত, সোমবার সকালে সেন্ট্রাল অ্যাভেনিউয়ের রামমন্দিরে মিছিল করে হাজির হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরের পর ‘সংহতি যাত্রা’য় নামার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাজরা থেকে সেই মিছিল শুরু হয়ে শেষ হবে পার্ক সার্কাস ময়দানে। মিছিল চলাকালীন আরও একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এই আবহে কামদুনি গ্রামের বাসিন্দা টুম্পা, মৌসুমীদের দেখা গেল রাম-বন্দনায় শামিল হতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement