রামমন্দিরে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন। ছবি: পিটিআই।
মন্দির উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী। তার পর মঞ্চে ওঠেন যোগী। এই সভাতেই বক্তৃতা করবেন মোদী।
‘প্রাণপ্রতিষ্ঠা’ শেষে অযোধ্যার রামমন্দির থেকে বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত জোড় করে মন্দির চত্বরে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি। সেখানেই শুরু হবে জনসভা।
রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন নরেন্দ্র মোদী। পুজো শেষে তিনি জনসভার জন্য বেরিয়ে যাবেন।
রামলালাকে প্রণাম করছেন প্রধানমন্ত্রী।
পঞ্চপ্রদীপে রামলালার আরতি করছেন প্রধানমন্ত্রী মোদী। ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে। শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত অযোধ্যা।
হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে অযোধ্যা নগরীতে।
রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে। রয়েছেন নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। হাতে পদ্মফুল নিয়ে পুজো করছেন প্রধানমন্ত্রী।
রামলালার মূল বিগ্রহ।
রামমন্দিরের গর্ভগৃহে নরেন্দ্র মোদীর সঙ্গেই রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁরা পুজোয় বসেছেন।
রামমন্দিরে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। হাতে পুজোর ডালা নিয়ে ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগোচ্ছেন তিনি। ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে রামলালার বিগ্রহে।
রামমন্দিরে নরেন্দ্র মোদী।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পুণ্য লগ্নে পুষ্পবৃষ্টি করা হচ্ছে আকাশ থেকে। হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে অযোধ্যার উপর।
মুকেশ অম্বানী এবং নীতা অম্বানী রামমন্দিরে গিয়েছেন।
অযোধ্যায় মুুকেশ অম্বানী এবং নীতা অম্বানী।
অযোধ্যায় গিয়েছেন সস্ত্রীক ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর এবং ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।
রামমন্দিরে সচিন তেন্ডুলকর।
কলকাতায় মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দির পর্যন্ত মিছিল করেন তিনি। বলেন, ‘‘সারা বাংলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান উঠছে। যদি লজ্জা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে বাড়ি থেকে বেরোবেন না।’’
কলকাতায় শুভেন্দুর মিছিল। —নিজস্ব চিত্র।
বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট এবং রণবীর কপূরও অযোধ্যায় পৌঁছেছেন।
অযোধ্যায় রণবীর কপূর এবং আলিয়া ভট্ট।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। যোগীরাজ্য উত্তরপ্রদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি জানান, যোগী আদিত্যনাথের আমলে অযোধ্যার প্রভূত উন্নতি হয়েছে।
রামমন্দিরে ভজন গাইলেন অনুরাধা পড়োয়াল। সোনু নিগমের পরেই মঞ্চে ওঠেন তিনি।
অযোধ্যার রামমন্দির চত্বরে ভজন গাইলেন সোনু নিগম। রামসীতার ভজন গেয়েছেন তিনি। শ্রোতার আসনে রয়েছেন সাধুসন্তেরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। হেলিকপ্টারে করে রামমন্দিরে যাওয়ার কথা তাঁর। উদ্বোধন অনুষ্ঠানের মূল আকর্ষণ মোদীই। তাঁর হাতেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে।
অযোধ্যায় সোমবার সকাল সকাল পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তেলুগু চলচ্চিত্র তারকা চিরঞ্জীবি এবং রাম চরণ অযোধ্যায় পৌঁছেছেন। রামমন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা মনোজ যোশী। পৌঁছেছেন পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা জ্যাকি শ্রফ।
রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্য থেকে সাধু-সাধ্বীরা উপস্থিত হয়েছেন অযোধ্যায়। ভক্তদের আগমন হয়েছে বিদেশ থেকেও। তার মধ্যেই রয়েছে ব্রিটেন থেকে আগত সাধ্বীদের দল। গেরুয়া বস্ত্র পরিহিতা ওই সাধ্বীরা এসেছেন লন্ডন থেকে।