Congress

টিটাগড়-কাণ্ডে প্রতিবাদ কংগ্রেসের, ঘাড়ধাক্কা দিয়ে থানা থেকে বার করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী বলেন, ‘‘প্রবীণ নেতানেত্রীদের ঘাড়ধাক্কা দিয়ে থানা থেকে বার করে দিল পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা নেই, আর পুলিশ আমাদের বলছে মেরে হাত ভেঙে দেব!’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
টিটাগড় শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৭
পুলিশের সঙ্গে বচসা কংগ্রেস নেতা কর্মীদের।

পুলিশের সঙ্গে বচসা কংগ্রেস নেতা কর্মীদের। নিজস্ব চিত্র।

বিজেপির পর এ বার কংগ্রেস। টিটাগড়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, থানায় কথা বলতে গেলে পুলিশ তাঁদের ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেয়।

টিটাগড়ে তরুণীর গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের পক্ষে থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করতে গেলে কংগ্রেসের প্রতিনিধি দলকে ঘাড়ধাক্কা দিয়ে থানা থেকে বার করে দেয় পুলিশ। এই ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। আঙুল উঁচিয়ে পুলিশকে হুমকি দিতে দেখা যায় কংগ্রেস নেতা-কর্মীদের।

Advertisement

কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী বলেন, ‘‘আমাদের প্রবীণ নেতা-নেত্রীদের ঘাড়ধাক্কা দিয়ে থানা থেকে বার করে দিয়ে পুলিশ কী প্রমাণ করতে চাইল? এখন পুলিশের এক মাত্র কাজ শাসকদলের দালালি করা। সাধারণ মানুষের নিরাপত্তা নেই আর পুলিশ আমাদের বলছে মেরে হাত ভেঙে দেব!’’

টিটাগড়ে তরুণীর গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি নির্যাতিতা তরুণীর মায়ের অভিযোগ, যে দিন ধর্ষণের ঘটনা ঘটে, সে দিন অভিযুক্ত ছোটু ও সোনু নামে দু’জন তাঁকে ৩০০ টাকা দিয়ে বলেন, কাউকে কিছু না জানাতে। সেই টাকা টিটাগড় থানায় পুলিশের কাছে জমা দিয়েছেন নির্যাতিতার মা।

বুধবার রাতে ওই তরুণীকে কয়েক জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার ঠাকুর্দা বলেছেন, ‘‘নাতনি মোবাইলে কিছু একটা দেখছিল। কয়েক জন যুবক এসে ওর সামনে দাঁড়িয়ে হাসাহাসি শুরু করল। তার পরে ওর ফোনটা ছিনিয়ে নেয়। নাতনি ওদের পিছনে ছুটল মোবাইলটা ছাড়িয়ে আনতে। এর পরে ওকে অন্ধকারে একা পেয়ে ছেলেগুলো অত্যাচার চালায়।’’

আরও পড়ুন
Advertisement