বেলঘরিয়ায় খুন হয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী রেহান খান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। আরও দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। সিসি ক্যামেরার ফুটেজে তাঁদের দেখা গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে। অভিযুক্তেরা প্রত্যেকেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায়ের সঙ্গী।
বুধবার সকালে বেলঘরিয়ার রাজীবনগরে রাস্তার ধার থেকে উদ্ধার করা হয় রেহান খান নামের যুবকের দেহ। তিনি স্থানীয় তৃণমূল কর্মী। কাউন্সিলরের ‘ছায়াসঙ্গী’ হিসাবেও পরিচিত ছিলেন। অভিযোগ, মঙ্গলবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন রেহান। তখনই কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি রেহানের ঘাড়ে এসে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় ওই ভাবেই সারা রাত রাস্তায় পড়েছিলেন তিনি। সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে সুশান্ত, অভীক এবং রিজুকে। আটক করা হয়েছে অপু এবং সৌমিত্র নামের আরও দু’জনকে। তাঁদের মঙ্গলবার রাতে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ধৃতদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ ছিল রেহানের। তবে রেহানের মতো তাঁরাও কাউন্সিলর দেবযানীর সঙ্গে থাকতেন। রেহানের মৃত্যুর খবর পেয়ে কাউন্সিলর ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি বলেন, ‘‘পুলিশের উপর পূর্ণ আস্থা রয়েছে। তদন্তের পর জানা যাবে কারা খুন করেছেন। দোষীদের কঠোর শাস্তি হোক।’’
মৃতের পরিবার আঙুল তুলেছে সুশান্তের দিকে। আগেও তাঁর সঙ্গে রেহানের ঝামেলা হয়েছিল। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই রেহানের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল সুশান্তের। ছ’মাস আগে রেহানের মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন সুশান্ত। তার ছ’মাসের মাথায় খুন হলেন রেহান।