মৌসুনি দ্বীপে ভস্মীভূত পর্যটকদের থাকার কটেজ। —নিজস্ব চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার পর্যটনস্থলে অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে নামখানার মৌসুনি দ্বীপে একটি হোমস্টেতে আগুন লাগে। তাতে পর্যটকদের থাকার একাধিক কটেজ ভস্মীভূত হয়ে গিয়েছে। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে কটেজ ছেড়েছেন পর্যটকেরা। আগুন নেভানোর কাজ চলছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল ৪টে নাগাদ মৌসুনি দ্বীপের একটি হোমস্টের কটেজে আগুন লাগে। হাওয়ার জন্য কিছু ক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। এক এক করে পর্যটকদের থাকার জায়গাগুলি গ্রাস করে আগুন।
পর্যটকদের উদ্ধারে হাত লাগান স্থানীয়েরা। তাঁরাই প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কোনও ভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারেননি। কটেজগুলি কাঠের তৈরি বলে আগুন ছড়িয়ে পড়েছিল দ্রুত। কয়েক ঘণ্টার চেষ্টায় মোটামুটি নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে প্রায় ১১টি অতিথি নিবাস পুড়ে খাক হয়ে গিয়েছে।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন প্রশাসনের লোকজন। জানা যাচ্ছে, কটেজের মধ্যে পর্যটকদের ব্যাগপত্র ছিল। পর্যটকেরা রক্ষা পেলেও তাঁদের অনেকেরই জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে।
কয়েক মাস আগেও মৌসুনি দ্বীপে একটি কটেজ আগুনে ভস্মীভূত হয়। প্রশ্ন উঠছে, হোমস্টেগুলোয় দমকলের ছাড়পত্র রয়েছে কি না। সংশ্লিষ্ট হোমস্টে-তে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলেই জানা যাচ্ছে।