Blast

ক্লাস চলাকালীন আচমকা বোমা বিস্ফোরণ টিটাগড়ের একটি স্কুলে, তীব্রতায় উড়ে গেল ছাদের কিছু অংশ

শনিবার ১১টা নাগাদ ক্লাস চলছিল টিটাগড়ের সাউথ স্টেশন রোডের একটি স্কুলে। আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণের তীব্র আওয়াজ পান শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। তার জেরে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
টিটাগড় শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৩
টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ।

টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ। — নিজস্ব চিত্র।

ক্লাস চলাকালীন আচমকা বোমা বিস্ফোরণ ঘটল স্কুলে। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের একটি স্কুলে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলের পড়ুয়া এবং শিক্ষিক-শিক্ষিকাদের মধ্যে।

শনিবার ১১টা নাগাদ ক্লাস চলছিল টিটাগড়ের সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে। আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণের তীব্র আওয়াজ পান শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। তার জেরে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। ছড়িয়ে পড়ে আতঙ্কও। দেখা যায় স্কুলের ছাদে সিঁড়ির অংশে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের ছাদের একটি অংশ উড়েও যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ পৌঁছয়। বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে।

Advertisement

ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি বোমা স্কুলেই মজুত করা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় ওই স্কুল। সেখানে কারা বিস্ফোরণ ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে।

খালেদ তৈয়ব নামে ওই স্কুলের এক শিক্ষক বলেন, ‘‘খুব জোরালো আওয়াজ হয়েছে। সেই সময় আমরা স্টাফ রুমে বসেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে বোমা পড়েছে। এর পর বাইরে বেরিয়ে দেখি স্কুলের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পর আমরা ছাদে এসে দেখি সেখানে বোমা পড়েছে। আশপাশে স্প্লিন্টার ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। সে সব পুলিশ সংগ্রহ করেছে। টিফিনের সময় ওই বিস্ফোরণ ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement